in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

ঈদ অনুষ্ঠানে বেশি বিজ্ঞাপন না দেওয়ায় টিভি ভাঙলেন মিরপুরের এক বাসিন্দা

ঈদ অনুষ্ঠানের সময় বেশি বিজ্ঞাপন না দেওয়ায় টিভি ভাঙলেন ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের এক বাসিন্দা। জানা যায় শুধু বিজ্ঞাপন দেখার আশাতেই ঈদের অনুষ্ঠান দেখা শুরু করেছিলেন মিরপুরের ঐ ব্যক্তি। এ ব্যাপারে ক্ষিপ্ত সেই ভাইটি আমাদের বেশি বেশি বিজ্ঞাপন দেখানোর শর্তে বলেন “ঈদ অনুষ্ঠানে সারাজীবন ধইরা বেশি বেশি বিজ্ঞাপন দেখে আসছি। বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক সিনেমা দিলে সেইটা মানা যায়। এইবার ঈদে এগুলা কি শুরু করসে এই চ্যানেল গুলা! বিরতিহীন নাটকের নামে প্রহসন। ছোটকাল থেকে গড়ে উঠা অভ্যাস কি এমন হুট করে ছেড়ে দেওয়া যায়? আমি বিজ্ঞাপন দেখার আশায় টিভির সামনে বসছি আর এখন পর্যন্ত কোন বিজ্ঞাপনই দেখলাম না, জিদের চোটে টিভিই ভাইঙ্গা ফেলসি! যা শালা টিভিই দেখুম না। কি একটা আজব ঈদ! মিরপুরে জ্যাম নাই টিভিতে বিজ্ঞাপন নাই। আই মিস মাই চাইল্ডহুড”।

এদিকে ঈদ অনুষ্ঠানে বেশি পরিমানে বিজ্ঞাপন থাকার সংস্কৃতিকে ধীরে ধীরে বাংলার মাটি থেকে মুছে ফেলার চক্রান্তকে মিরপুরের ধুলার সাথে মিশিয়ে দিতে ঈদের পরেই দলবল নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন আমরা বিজ্ঞাপনের ফ্যান (আবিফ্যা)’র সভাপতি বিজ্ঞ আলী।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

জীবনের ১০টি পরিস্থিতি ১০টি বৃষ্টির গানে গানে

বিশ্বকাপে স্ট্যাম্পের জিংস বেল ফেলতে বোলারদের জন্যে ৭টি সহজ টেকনিক