in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

বেশিরভাগ বাংলাদেশি বাবা-মায়েরাই যে ৯টি ভুল করেন

বাবা-মা মানেই সবসময় ঠিক এমন একটা মিথ আমাদের বাংলাদেশি সমাজে তৈরি করে রাখা হয়েছে। কিন্তু তারাও তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। বাবা মায়েরাও সন্তানদের আগলে রাখতে গিয়ে এমন কিছু ভুল করেন যেগুলোর খেসারত পরে তাদের এবং তাদের সন্তানদের সারাজীবন দিতে হয়!

১. অন্য বাচ্চাদের দেখে নিজের সন্তানদেরও তাদের মতো হতে বলা

via GIPHY

 

২. যে বয়সে মাঠে দৌড়ানোর কথা সে বয়সে সন্তানের হাতে মোবাইল বা ভিডিও গেমস ধরিয়ে দেওয়া

via GIPHY

 

৩. কথার চেয়ে নিজেদের করা কাজই সন্তানদের বেশি প্রভাবিত করে এটা ভুলে যাওয়া

via GIPHY

 

৪. নতুন কিছু করার ইচ্ছা হলে সন্তানদের বিভিন্ন অজুহাতে থামিয়ে দেওয়া

via GIPHY

 

৫. ছোট বলেই সন্তানদের যেকোনো মতামতকে উড়িয়ে দেওয়া

via GIPHY

 

৬. নিজেদের অপূর্ণ ইচ্ছাগুলো সন্তানের উপর চাপিয়ে দেওয়া

via GIPHY

 

৭. ছোটবেলা থেকেই সন্তানদের রেসের ঘোড়া বানিয়ে ফেলা

via GIPHY

 

৮. পাঠ্য বইয়ের পাহাড় দিয়ে তার শৈশবকে একদম চাপা দিয়ে মেরে ফেলা

via GIPHY

 

৯. কোন ভুল করলে সেগুলোকে না শুধরে বিভিন্ন ভাবে তা লুকানোর চেষ্টা করা

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

সম্পর্কের যে ১২টি ব্যাপার শুধুমাত্র Bro-দের সাথেই সম্ভব

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন টাইপের সেমাই আপনি