in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ১০টি ব্যাপার নিয়ে আমরা সবাই কম বেশি মিথ্যা বলি

মিথ্যা বলা মহাপাপ হলেও আমরা প্রায়ই কিছু কিছু ব্যাপার নিয়ে মিথ্যা বলি এবং এই ব্যাপারগুলো নিয়ে মিথ্যা বলতে বলতে আমাদের অনেকেই এগুলোকে অনেকটা স্বাভাবিক করে ফেলেছি। এমন একটা অবস্থা যে এগুলো নিয়ে মিথ্যা না বললে এই সমাজ মেনে নিবে না। সেইসব মিথ্যাগুলো নিয়েই তাই আজকের তালিকা-

১. বয়স- একটা আসল অন্যটা সার্টিফিকেটের জন্য বছর খানেক কমানো

via GIPHY

 

২. উচ্চতা কিংবা ওজন – এটা কেউ বাড়িয়ে বলে আবার কেউ কমিয়ে কিন্তু সঠিকটা খুব কমই বলে

via GIPHY

 

৩. সিজিপিএ – প্রতিটা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট তার বাবা মার কাছে একটু বাড়িয়ে বলে

via GIPHY

 

৪. প্রিয় মুভি – ভাই আমার তো কার্টুন ভাল্লাগে, কিন্তু বন্ধুদের সামনে একটু নাম ডাকওয়ালা মুভির নাম না বললে কেমন দেখায়? হেহে!

via GIPHY

 

৫. এক্সের আসল সংখ্যা – এটার সংখ্যা কেউ লুকায় আবার কেউ বাড়ায়

via GIPHY

 

৬. রাস্তার জ্যাম – একটু দেরি হলেই রাস্তার জ্যামের উপর দিয়ে আমরা চালিয়ে দেই

via GIPHY

 

৭. গানের প্লেলিস্ট – বন্ধুদের সামনে হিন্দি, বাংলা গান প্লে না করলেও, লুকিয়ে লুকিয়ে নিজে ঠিকই শুনি

via GIPHY

 

৮. ইন্টারনেট একটিভিটি – কিছু ব্যাপার নিয়ে মিথ্যা বলাই আসলে ভালো!

via GIPHY

 

৯. কোথায় যাচ্ছি – আমরা যেখানেই যাই না কেন, আমাদের বাবা-মায়ের জন্য তা হলো বন্ধুর বাসায় যাচ্ছি কিংবা পড়াশুনার জড়িত কোনো কাজে যাচ্ছি

via GIPHY

 

১০. বই পড়া – যখন কেউ প্রশ্ন করে, ওই বইটা পড়া কিনা? তখন আমরা নির্দ্বিধায় বলে দেয় যে হ্যাঁ পড়েছি। নিজেকে কি আর মূর্খ প্রমান করা যায়?

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

রাউটার অফ করে অন করলেই কোভিড-১৯ সেরে যাবে বলে জানিয়েছে এক ইন্টারনেট ব্যবসায়ী

এই কোয়ারান্টিনে যে ৮টি চিন্তা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে