দুইদিন পর পর বৃষ্টি হয়ে ডুবে দ্বীপের আকার ধারন করাতে এবার স্যাটেলাইট থেকে দ্বীপপুঞ্জ ভেবে মিরপুরকে নিজেদের বলে দাবি করে বসলো মিয়ানমার। কিন্তু সেন্টমার্টিনের পর মিরপুরকেও নিজেদের বলে দাবি করে কঠিন ভুল করেছেন বলে ইউনাইটেড স্টেটস অফ মিরপুর (USM) এর বর্তমান ভারপ্রাপ্ত সিনেটর জনাব মীর জাফরউল্লাহ শরাফত। তিনি এক জরুরি সংবাদ বিবৃতিতে জানান- “আমাদেরকে দ্বীপ ভেবে এমন অপমান করেছে মিয়ানমার সরকার। আগামী ঈদের পরেই আমরা তীব্র আন্দোলনে নামবো।” তার এমন ঘোষণায় USM এর মিরপুর ১, ২, সাড়ে ১১ সহ বিভিন্ন স্টেটে চলছে তুমুল উত্তেজনা।
কিন্তু এদিকে এই সংবাদে উত্তরাবাসী তীব্র বৃষ্টিতেও ছাতা মাথায় নিয়ে আনন্দ মিছিল করেছে এবং বাসায় বাসায় গিয়ে মিষ্টি বিতরণ করেছে। তাদের এক মুখপাত্র বলেছেন- “আরে ভাই! এই মিরপুরের পোলাপান এতদিন আমাদের গ্রাম বলে পঁচাইছে। এইজন্যেই আমাদের কুঊঊঊব টেস থুক্কু খুব ফুর্তি লাগতেছে। আমরা এই উপলক্ষ্যে আগামী তিনদিন গান-বাজনা করবো।”
তবে শোনা যাচ্ছে আগামী তিনমাসের মধ্যেই মিরপুর যেতে হলে সবাইকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে যেতে হবে। এমনকি মিরপুরের নতুন নাম মিয়ানমারপুর হয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে আমাদের প্রতিনিধি ট্রলার নিয়ে মিরপুরে গেলে ওখানকার এক বাসিন্দা সাতার কেটে এসে বলেন- ‘খুব তো মিম বানাইসেন আমাদের নিয়া। এখন দেখেন আলাদা দেশ হয়া গেসি। ইউনাইটেড স্টেটস অফ মিরপুরে আইসেন এর পর থেকা পাসপোর্ট ভিসা ছাড়া। একদম ঠ্যাং ভাইংগা হাতে ধারায় দিমু!”
বাইরের মানুষের এমন আনাগোনা ঠেকাতে USM এর মেয়র চান্দিমাল কর্মকার অতি দ্রুত এমএসএফ (মিরপুর সিকিউরিটি ফোর্স) মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।