বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর ফাইনাল ম্যাচটি ভীষণরকম উত্তেজনাপূর্ণ হয় এবং শেষমেশ ট্রফি নিজেদের ঘরেই রেখে দেয় ইংল্যান্ড। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমে ৫০ ওভার ব্যাট করে ২৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। অপরদিকে ইংল্যান্ডও তাদের ব্যাটিং ইনিংসে সমান সংখ্যক রান করে খেলা ড্র করে ফেলে। এরপর খেলা শুরু হয় সুপার ওভারে। সেখানে ভাগ্য সহায় হয় ইংল্যান্ডের। নিউজিল্যান্ডকে সাপোর্ট করা ময়মনসিংহ সানকিপাড়া মোড়ের এক চা দোকানদার নিউজিল্যান্ডের পরাজয় দেখে আমাদের বলেন, “হুনুইন মামা,আইজকা ইংরেজগোর ভাগ্য ভালা আছিন। লাক না কি কইন জানি কপালরে আপনেরা? হেইডা ভালা আছিলো। নিউজিল্যান্ডের লাক খারাপ। ইংরেজগোর ক্যাপ্টেনের নাম লাক মিয়া রাহুইন আপনেরা। আমি দাবি জানাইতাসি। হের কি কপাল দেখছুইন? এক্কেরে চাইর লেইনের রাস্তার মত হাতাইরা কপাল!”
এদিকে ইংল্যান্ডের গুড লাক আর নিউজিল্যান্ডের ব্যাড লাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমও বেশ সরব হয়ে উঠেছে। তবে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। এই ফাইনাল ম্যাচটিকে বিশ্বকাপের সেরা ম্যাচ বলছেন অনেকে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে বলে ফেলছেন বিশ্বকাপে সর্বকালের সেরা ম্যাচ এটি। তবে যাই হোক, সিগারেটই নয়, এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ যে হৃদরোগের কারণ তা মেনে নিয়েছেন “নিখিল বাংলা ফেসবুক বুদ্ধিজীবী সমাজ”!
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।