in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

এবার চাঁদে এক নোয়াখাইল্যার সন্ধান পেলো নাসার বিজ্ঞানীরা

চাঁদে গিয়ে এক নোয়াখালীবাসীর সাথে দেখা হয়েছে বলে দাবি করেন নাসার নভোচারীদের একটি বিশেষ দল। এ ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। নাসার ঐ নভোচারী দলের এক সদস্য ভিডিও বার্তা পাঠিয়ে বলেন “চন্দ্রভিযানের উদ্দেশ্যে চাঁদে নেমে আমরা দেখি সেখানে একটা টিনের ঘর, এরপর ঘরের থেকে বের হয়ে আসে একজন মানুষ আর টিনের চালে কাক দেখে তো আমরা অবাক। এরপর ঐ ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি তিনি রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর বাসিন্দা। এরপর ঐ ভাই আমাদের নিজের দোকান থেকে নিজের হাতে বানানো চা খাওয়ান। কিভাবে চাঁদে এসেছেন জিজ্ঞেস করলে তিনি আমাদের জানিয়েছেন চান্দের গাড়ি করে চাঁদে এসেছেন।”

ভিডিও বার্তার সময় নোয়াখালীর ঐ ভাইকে ভিডিওর আশপাশে ঘুরঘুর করতে দেখা যায়। তবে নভোচারী ভাই তাকে ভিডিওতে কথা বলার সুযোগ না দিতে চাইলেও তিনি জোর করে কথা বলা শুরু করেন। তিনি বলেন- “আরা হইলাম নোয়াখাইল্যা বুজ্জেন্নি, আংগোরে আন্নেরা দুনিয়ার যেকোনো হানতে খুঁজে ফাইবেন। যেহেতু দুনিয়া আংগো দখলে চলি আইছে হেতারলাই আই সাহস করি চান্দে চলি আইছি। এহন এইখানে আই নোয়াখালী বিভাগ কইরতাম ছাই, আন্নেরা দোয়া কইরবেন!”

এ ঘটনায় এলন মাস্ক উচ্ছাস প্রকাশ করে বলেন- “আমরা নোয়াখালীর ঐ ভাইয়ের জন্য গর্বিত, এই যে কোটি কোটি টাকা খরচ করে আমরা রকেট পাঠাচ্ছি কিন্তু নোয়াখালীর ঐ ভাই চান্দের গাড়িতে করে চাঁদে যাওয়ার অভিনব প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের প্রোডাকশন খরচ এত কমিয়ে দিয়েছে আমরা এখন ঐ টাকা সূর্যে যাওয়ার জন্য খরচ করতে পারবো”

এদিকে নোয়াখালী ঐ ভাইয়ের চন্দ্র বিজয়ের খবরে নোয়াখালী জুড়ে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। সেই বন্যায় ভেসে মানুষ নৌকায় করে ইলিশ তেলাপিয়া মাছ করে বারবিকিউ পার্টি করার প্ল্যান করছেও বলে জানা গেছে।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ফেসবুকে মেয়েদের মতো ছেলেদের গ্রূপ থাকলে যেমন হতো, দেখুন তার ১২টি নমুনা

সব বয়সীদের স্বাস্থ্য সুরক্ষায় পালং শাকের অসাধারণ ৮টি গুন