in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

ছুটির দিনে কিংবা অলস সময় কাটাতে Netflix-এ দেখার মতো ১০টি সিরিজ

আপনি যদি সত্যিকার অর্থেই ‘নেটফ্রিক্স আর চিল’ করতে চান, ছুটির দিনে অলস সময় কাটাতে কাটাতে নেটফ্লিক্সে ভালো কোন সিরিজ দেখতে চান, তাহলে এই লিস্টটি আপনার জন্যই। এই লিস্টের কোন সিরিজ যদি এখনো দেখা না হয়ে থাকে, তবে অবসর সময়ে এগুলো দেখে নিতে পারেন।

#১ Stranger Things

এটি একটি আমেরিকান সাইন্স ফিকশন হরর সিরিজ। সদ্য টিনএজে পা রাখা একদল ছেলেমেয়ের অ্যাডভেঞ্চার নিয়ে বানানো এই সিরিজটি বেশ জনপ্রিয়।

 

#২ Money Heist

এটি একটি স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ, একবার দেখা শুরু করলে টানা দেখে শেষ না করে ওঠা মুশকিল। নেটফ্লিক্সে সাবটাইটেল থাকে, তাই দেখতেও অসুবিধা হবে না। এই সিরিজের প্রতি মুহূর্তেই ঘটতে থাকে লোমহর্ষক কিছু ঘটনা।

 

#৩ Black Mirror

টেকনোলজি মানুষের জীবনে কিরকম প্রভাব ফেলতে পারে, তা নিয়েই মূলত এই সিরিজটি। এই সিরিজের অদ্ভুত ঘটনা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য।

 

#৪ Bojack Horseman

অ্যানিমেটেড এই আমেরিকান সিরিজটি জীবনকে কিছুটা হলেও অন্যভাবে ভাবতে বাধ্য করবে। নিশ্চিত এই সিরিজের বিভিন্ন চরিত্রের সাথে কখনো কখনো নিজের মিল খুঁজে পাবেন।

 

#৫ Mindhunter

এটি একটি আমেরিকান ক্রাইম থ্রিলার, যেখানে সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে। ভয়ংকর খুনিদের মানসিক অবস্থা আসলে কেমন থাকে, তা বুঝতে পারবেন সিরিজটি দেখলে।

 

#৬ Sex Education

হাইস্কুলে পড়ুয়া টিনএজারদের মানসিক ও শারীরিক নানা সমস্যা তুলে ধরেছে এই সিরিজটি। সমাজের অনেক অসংগতিকেও চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে এখানে। মাত্র দুইটি সিজনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সিরিজটি।

 

#৭ Peaky Blinders

ব্রিটিশ ক্রাইম ড্রামাটিতে একটি ক্রিমিনাল পরিবারের ব্যবসা আর পারিবারিক নানা দিক দেখানো হয়েছে। লোমহর্ষক সব ঘটনায় ঘেরা সিরিজটি দেখতে বেশ ভালোই লাগবে আপনার।

 

#৮ Dark

জার্মান ভাষার সাইন্স ফিকশন থ্রিলার এটি। নেটফ্লিক্সে ইংরেজি সাবটাইটেল থাকে, তাই বুঝতে কোন অসুবিধা হবে না। সিরিজটি দেখে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য।

 

#৯ The Crown

রানী দ্বিতীয় এলিজাবেথের জীবনের অনেক দিক দেখানো হয়েছে এই সিরিজে। ঐতিহাসিক ধারার এই সিরিজটি শুরু থেকেই বেশ জনপ্রিয়।

 

#১০ Narcos

কলম্বিয়ান ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের জীবনের বিভিন্ন দিক দেখানো হয়েছে এই সিরিজে। সেই সময় কিভাবে ড্রাগের ব্যবসা করা হতো, তার সবকিছুই দেখতে পাবেন এই সিরিজে।

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

ভুরিভুরি বিয়ের দাওয়াত পান? তবে বিয়ের দাওয়াতের এই ৮টি নিনজা টেকনিক আপনার জন্যে

কুম্ভ রাশির মানুষদের নিয়ে ১০টি প্রশ্নের সোজাসাপ্টা ১০টি উত্তর