in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

এই জুনে নেটফ্লিক্সের যে মুভি/সিরিজগুলো মিস করা উচিত হবে না

নতুন এবং পুরোনো মিলিয়ে জুন মাস জুড়ে নেটফ্লিক্সে আসছে এক্সাইটিং সব মুভি, সিরিজ এবং ডকুমেন্টারি! এত এত কন্টেন্টের মধ্যে কোনটি রেখে কোনটি দেখবেন সেই চিন্তায় যেন আপনার সময় নষ্ট না হয় সেজন্যই আমাদের এই রেকোমেন্ডেশন শর্টলিস্ট !!

১. The Terminal (2004) – স্টিফেন স্পিলবার্গের পরিচালনায় ইউরোপের একজন ট্যুরিস্টের JFK এয়ারপোর্টে থেকে যাওয়ার গল্প নিয়ে টম হ্যাংকসের অভিনীত বিখ্যাত মুভি। আগে না দেখে থাকলে এ মাসে নেটফ্লিক্সে দেখে ফেলুন চমৎকার এই মুভিটি

 

২. What Women Want (2000) – এই মাসজুড়ে কদিন পরপরই বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদারের সাথে রোমান্টিক কমেডি মুভি কিন্তু খুব ভালো যায়। তাই দেখে ফেলুন “What Women Want”! দেখার পর মেয়েদের মনের কথা বুঝতে পারলে You are welcome!

 

৩. Sweet Tooth (Season 1) –ডিসি কমিক্সের চরিত্র নিয়ে নির্মিত নেটফ্লিক্স অরিজিনাল মুভি। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম সুপারহিরো আয়রন ম্যানের চরিত্রে অভিনয় করা রবার্ট ডাউনি জুনিয়র এটি প্রোডিউস করেছেন!

 

৪. Trese (Season 1) – ফিলিপিনিজ মিথিক্যাল ক্রিয়েচার নিয়ে নেটফ্লিক্সের নতুন এনিমে! নেটফ্লিক্স অরিজিনাল এনিমে প্রোডাকশনে খুব ভালো কাজ করছে। তাই একটু ভিন্ন গল্পের আমেজ পেতে দেখতে পারেন এই শো টি!

 

৫. Lupin (Part 2) – গত বছরের (অনেকের মতে এখন পর্যন্ত) নেটফ্লিক্সের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল অরিজিনাল সিরিজ তার দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছে এই মাসেই!

 

৬. Katla (Season 1) – আগ্নেয়গিরির ইরাপশন এবং সেই সাথে ঘটে যাওয়া মিস্টিরিয়াস গল্প নিয়ে নেটফ্লিক্সের আইস্ল্যান্ডিক ড্রামা সিরিজ। ট্রেইলার রিলিজের পর থেকেই হাইপ তৈরী করে রাখা সিরিজটি যেন মিস না হয়. সেদিকে খেয়াল রাখা উচিত!

 

৭. Silver Linings Playbook (2012) – ব্র্যাডলি কুপার এবং জেনিফার লরেন্স অভিনীত অস্কার জয়ী রোমেন্টিক ড্রামা। আগে না দেখে থাকলে দেখে ফেলুন আর দেখা থাকলেও রিওয়াচ দিলে খুব একটা ক্ষতি হবে না।

 

৮. Elite (Season 4) – নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ ড্রামা “Elite”-ও নতুন সিজন নিয়ে হাজির হচ্ছে এই মাসে। নতুন সিজনে কি কি চমক অপেক্ষা করছে সেটাই দেখার বিষয় !

 

৯. Murder by the Coast (2021) – সম্প্রতি নেটফ্লিক্স খুবই মানসম্মত True Crime ডকুমেন্টারী উপহার দিয়েছে ভিউয়ারদেরকে। ৯০ দশকের শেষের দিকে স্পেনে ঘটে যাওয়া সত্য ঘটনাকে নিয়েই নেটফ্লিক্সের এই নতুন সিরিজ

 

১০. Ray (Season 1) – সত্যজিৎ রায়ের গল্পের উপর নির্মিত নেটফ্লিক্স অরিজিনাল এন্থোলজি সিরিজ। Manoj Bajpayee, Ali Fazal, Kay Kay Menon & Harshvarrdhan Kapoor সহ ভারতের শক্তিমান সব অভিনেতাদেরকে কাস্ট করা হয়েছে এই সিরিজের আলাদা আলাদা গল্পে। এটি মিস করার তো প্রশ্নই আসে না!

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যে ৮টি কারণে “Loki” সিরিজ নিয়ে আমরা একটু বেশিই এক্সাইটেড

যে ৮টি বিশেষ কারণে খাবার হিসেবে খিচুড়িই সেরা