টেলিভিশনের দিন প্রায় ফুরিয়ে যাচ্ছে। সাম্প্রতিক কালে আধুনিক বিশ্বের নানান সমীক্ষায় দেখা যাচ্ছে ক্যাবল টিভির উত্থানের পর গত বছরই টেলিভিশনের দর্শকের সংখ্যা ছিল সবথেকে কম, যা কয়েক বছর ধরে ক্রমেই কমার ফল। আর অন্যদিকে ক্যাবল অপারেটরদের ভাতে মারতে মিডিয়া জগতে প্রবেশ করেছে নতুন খেলোয়ার, সেটি হলো Subscription based Streaming Services। খাঁটি বাংলায় বলতে গেলে মূলত মাসিক চাঁদার বিনিময়ে অনলাইনে যখন যা খুশি দেখার ব্যবস্থা। আগে চাঁদা দিয়ে সদস্য হলে সাপ্তাহিক পত্রিকা বিংবা মাসিক ম্যাগাজিন পড়া যেত, আর এখন ল্যাপটপের অথবা ফোনের স্ক্রিনে সমৃদ্ধ কনটেন্ট লাইব্রেরি থেকে যা খুশি দেখা যায়! ক্যাবল টিভির দর্শকের সংখ্যা যখন কমছে, তখনই এইসব Online Media Streaming Service গুলোর দর্শক সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, যার সিংহভাগই রয়েছে Netflix নামক American Media-services Provider এর দখলে। শুধু বাইরের বিশ্বেই নয়, আমাদের দেশেও এই একই চিত্র দেখা যাচ্ছে। ২দিন আগে বের হওয়া নতুন মুভিটা অথবা কোনো সিরিজের ১০ এপিসোডের নতুন সিজনটি “Binge watch” করে শেষ না করলে বন্ধুদের আড্ডায় কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছে না। পরিসংখ্যান বলছে বাংলাদেশে Netflix এবং কিছু দেশীয় Streaming Portal, যেমন Bioscope, iflix, Rabbitholebd এর মোট দর্শক সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি। খুব শীঘ্রই হয়তো Amazon Prime, hulu এর মতো অন্যান্য আন্তর্জাতিক স্ট্রিমিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও দেশের বাজারে প্রবেশ করতে পারে। বাংলাদেশি টেলিভিশন দর্শকদের কথা মাথায় রেখে, আমাদের দেশে নতুন কি কি স্ট্রিমিং সার্ভিস অদূর ভবিষ্যতে চালু হতে পারে তার একটি তালিকা তৈরি করা হয়েছে।
#১
#২
#৩
#৪
#৫
#৬
#৭
#৮
#৯
#১০