in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

নতুন স্মার্টফোন ব্যবহারকারী আব্বু/আম্মুর সাথে যে ৮টি অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে

স্মার্টফোন ব্যবহারে আমরা সবাই অনেক বেশি অভ্যস্ত হলেও, আমাদের বাবা-মায়েদের অনেকেই এখনো স্মার্টফোনের চেয়ে বাটন ফোন ব্যবহার বেশি পছন্দ করে থাকেন। নতুন এবং যতই সহজ ফিচার এই স্মার্টফোনগুলোতে থাকুক না কেন, তাদের কাছে এ যন্ত্রটি একটি ঝামেলা। আর তাই তাদের স্মার্টফোন ব্যবহারের প্রচেষ্টা নিয়ে আমাদের সাথে ঘটে নানান রকম মজার ঘটনা। তেমনি কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই লিস্ট, মিলিয়ে দেখুন তো আপনার সাথেও এইগুলো হয়েছে কিনা?

১. প্রথম দিকে তাদের কল রিসিভ করা এবং কল কেটে দেয়া শিখানো

via GIPHY

 

২. আত্মীয় স্বজনের নম্বরের একটা লম্বা তালিকা তাদের নতুন স্মার্ট ফোনে সেভ করে দেয়া এবং কিভাবে খুঁজে বের করতে হয় তা শিখিয়ে দেয়া

via GIPHY

 

৩. ফোন রিংটোন কম কিভাবে হলো? ফোনের টর্চ কোথায়? স্ক্রিনশট কি? এমন নানান প্রশ্নের সম্মুখীন হওয়া

via GIPHY

 

৪. কিছুদিন পর আম্মু/আব্বুকে ফেইসবুক একাউন্ট খুলে দিতে সাহায্য করা। যেহেতু পরিচিত সব আন্টি এবং আংকেলরা ফেইসবুক ব্যবহার করে

via GIPHY

 

৫. ও হ্যাঁ, এরপরের ধাপই হচ্ছে তাদেরকে ব্লকলিস্টে ফেলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা

via GIPHY

 

৬. আব্বু/আম্মুর পক্ষ থেকে ঈদ, নববর্ষ, জন্মদিন ইত্যাদি দিনে পরিচিত আন্টি আঙ্কেলদের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ শুভেচ্ছা ম্যাসাজ লিখে দেয়া

via GIPHY

 

৭. ইন্টারনেটে পাওয়া অদ্ভুত সব তথ্য ও সংবাদ নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে টায়ার্ড হয়ে যাওয়া

via GIPHY

 

৮. ভয়েস কলের বদলে অযথাই তাদের থেকে ভিডিও কল পাওয়া এবং দিনের যখন তখন অন্যান্য আত্মীয় আর তাদের মাঝে চলা ভিডিওকলের চক্করে পড়ে যাওয়া

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Quiz: যদি এই IQ টেস্টে ১০/১৫ পান, তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস

বাসায় অতিথিকে গ্রিন টি পান করানোর ৭টি বিশেষ সুবিধা