in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

নতুন বছর আসলেই যে ৭টি চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে

সময় ঘুরে নতুন আরেকটা বছর আসলেই সবার মধ্যে অন্যরকম একটা উত্তেজনা দেখা যায়! আর যে ধরনের চিন্তাভাবনা এই সময় প্রায় সবার মাথায় ঘুরঘুর করতে থাকে, সেটা নিয়ে আজকের এই লিস্ট।

১. দেখতে দেখতে আরও একটা বছর শেষ হয়ে গেল? ক্যামনে কি!

via GIPHY

 

২. টাইম কিভাবে এত তাড়াতাড়ি পার হয়ে যায় কিছুই তো বুঝি না!

via GIPHY

 

৩. এই বছরে কত কি করার প্ল্যান ছিল, কিন্তু তেমন কিছুই তো করতে পারলাম না।

via GIPHY

 

৪. এই বছরটা যেমন-তেমন গেল, তবে পরের বছরে আমি একদম ফাটায় দেবো

via GIPHY

 

৫. নতুন বছর মানেই new year, new me! এই বছর থেকে লাইফটা একদম সেট করে ফেলব!

via GIPHY

 

৬. নিউ ইয়ার রেজুলেশন আর সারা বছরে কি কি করবো সেসব নিয়ে প্ল্যান করে ফেলি!

via GIPHY

 

৭. এই বছরেও কতরকম বোকামি করলাম, নতুন বছর থেকে সবকিছু একদম ম্যাচিওর ভাবে করবো!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

দেখে নিন বিখ্যাত ২০২০ সাল কেমন গেল আমাদের

Quiz: পছন্দের মুভি সিলেক্ট করে জেনে নিন ২০২১ সালের প্রথম দিনটি আপনার কেমন কাটবে