সময় ঘুরে নতুন আরেকটা বছর আসলেই সবার মধ্যে অন্যরকম একটা উত্তেজনা দেখা যায়! আর যে ধরনের চিন্তাভাবনা এই সময় প্রায় সবার মাথায় ঘুরঘুর করতে থাকে, সেটা নিয়ে আজকের এই লিস্ট।
১. দেখতে দেখতে আরও একটা বছর শেষ হয়ে গেল? ক্যামনে কি!
via GIPHY
২. টাইম কিভাবে এত তাড়াতাড়ি পার হয়ে যায় কিছুই তো বুঝি না!
via GIPHY
৩. এই বছরে কত কি করার প্ল্যান ছিল, কিন্তু তেমন কিছুই তো করতে পারলাম না।
via GIPHY
৪. এই বছরটা যেমন-তেমন গেল, তবে পরের বছরে আমি একদম ফাটায় দেবো
via GIPHY
৫. নতুন বছর মানেই new year, new me! এই বছর থেকে লাইফটা একদম সেট করে ফেলব!
via GIPHY
৬. নিউ ইয়ার রেজুলেশন আর সারা বছরে কি কি করবো সেসব নিয়ে প্ল্যান করে ফেলি!
via GIPHY
৭. এই বছরেও কতরকম বোকামি করলাম, নতুন বছর থেকে সবকিছু একদম ম্যাচিওর ভাবে করবো!