in

মাইরালামাইরালা

জেমস বন্ডের পরবর্তী পর্বের হিরো খোঁজার দায়িত্ব পাচ্ছেন “কে হতে চায় মাসুদ রানা”র বিচারকরা

ব্রিটিশ সিক্রেট ইন্টিলিজেন্স সার্ভিস M16 এর সদস্য জেমস বন্ড। এই ব্রিটিশ স্পাই-এর জীবনের অনেক লোমহর্ষক, ভয়ংকর, চ্যালেঞ্জিং মিশন নিয়ে তৈরি হয় “জেমস বন্ড ০০৭” সিরিজের সিনেমা। সেই ১৯৬২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই সিরিজের ২৬ টি সিনেমা তৈরি করা হয়েছে। প্রায় প্রতিটি সিনেমাই দর্শক হৃদয়ে সমানভাবে সমাদৃত হয়েছে। পশ্চিমা সিনেমা কিংবা আমাদের উপমহাদেশের স্পাইভিত্তিক সিনেমার প্লট অনেকটা জেমস বন্ড সিরিজের প্লটকে অনুকরণ করেই তৈরি করা।

২০২০ সালে জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা “নো টাইম টু ডাই” এর সাথে জড়িয়ে পড়েছে বাংলাদেশের নাম। আরও পরিষ্কার করে বললে বাংলাদেশের কিছু বিচারকের নাম।

সম্প্রতি বাংলাদেশের গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে সিনেমা বানানোর জন্য “কে হতে চায় মাসুদ রানা” নামে রিয়ালিটি শো এর মাধ্যমে মাসুদ রানা খোঁজার কাজ শুরু করেছে জাজ মাল্টিমিডিয়া। আর এই শো-এর বিচারকদের নামের সাথেই মিশে গেছে জেমস বন্ড। এই সুযোগে জেমস বন্ডের মতো কালজয়ী চরিত্রের সাথে মিশে গেছে বাংলাদেশ।

জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা “নো টাইম টু ডাই” এর প্রোডাকশন হাউজ “ইওন প্রোডাকশন” ও পরিচালক “ক্যারি ফুকুনাগা” এক গোয়েন্দা নিউজের মাধ্যমে আমাদের জানান- “আমাদের পরের সিনেমার জন্য যদিও আমরা ডেনিয়েল ক্রেগের সাথে চুক্তি করে ফেলেছি, কিন্তু বাংলাদেশের একটি রিয়ালিটি শো-এর বিচারকদের দেখে আমরা এই চুক্তি বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি”।

তিনি আরও জানান- “আমাদের সিনেমা জগতে এতগুলো যুগ কেটে গেলো কিন্তু এমন বিচক্ষণ, স্নার্ট, নম্র, ভদ্র, শালীন বিচারক আমরা আর কখনো দেখিনি। “কে হতে চায় মাসুদ রানা” এর বিচারকেরা আমাদের চোখ খুলে দিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি এই বাংলাদেশী সম্মানিত বিচারকেরা রাজি থাকেন তাহলে নতুন জেমস বন্ডকে খোঁজার জন্য আমরাও রিয়ালিটি শো-এর আয়োজন করবো। আর ডেনিয়েল ক্রেগের সাথে চুক্তি বাতিল করে ফেলবো”

পরিচালক ক্যারি ফুকুনাগো এক গোপন ভিডিও বার্তার মাধ্যমে আমাদের জানান- “আমরা প্রথমে চিন্তা করেছিলাম “কে হতে চায় মাসুদ রানা”র ৩ জন পুরুষ বিচারককে হিরো হিসেবে নিয়েই সামনের তিনটা সিনেমা বানিয়ে ফেলবো। বিশেষ করে বড় বড় দাঁড়ি আর চুলওয়ালা বিচারকটা আমাদের মন কেড়ে নিয়েছে। কিন্তু তিনি এত বড় মানুষ, এই ধরণের ছোট অফারে রাজি না হয়ে আমাদের নামে মানহানির মামলা করে দিতে পারেন; সেই ভয়েই আমরা এই সিদ্ধান্ত থেকে সরে আসি” এই ভিডিও বার্তার ক্যারি ফুকুনাগোর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুঁটে উঠে।

একই ভিডিও বার্তায় জেমস বন্ড ফিমেল ভার্সন বানানোর আশাও ব্যক্ত করেন তিনি। এবং ফিমেল ভার্সনের জন্য “কে হতে চায় মাসুদ রানা”র নারী বিচারকদেরকে লিড রোল দেয়ার (যদি তারা রাজি থাকে) ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Nazmul Haque

যিনি স্বপ্ন দেখেন, ফুলটাইম হাসার আর অবসরে বাঁচার।

Leave a Reply

যে ৬টি ঘটনা খুব সহজেই আমাদের মন খারাপ করে দেয়

যে যা বলুক ভাই, ১০০% বাংলাদেশি গল্প ছাড়া আর কিছুতে মজা নাই