বারবার বন্ড সিরিজের এই মুভি তে অভিনয় এর প্রস্তাবে না করেও ফ্যান দের নিরাশ করেননি ড্যানিয়াল ক্রেইগ। আরেকবার ব্রিটিশ স্পাই হওয়ার ঝক্কি পোহাতে রাজি হয়েছেন ৫১ বছর বয়সী এই অভিনেতা।
Mr.Robot সিরিজে এলিয়ট অ্যাল্ডার্সন এবং Bohemian Rhapsody মুভি তে ফ্রেডি মারকারির চরিত্রে অনবদ্য অভিনয় করা রেমি মালেক আছেন প্রধান “খলচরিত্রে”। তাকে অভিনব এক ধরনের মুখোশ পরা অবস্থায় দেখা গেছে বেশবকিছু শটে!
ডিরেক্টর হিসেবে অনেকদিন ধরে ক্রিস্টোফার নোলানের কথা শোনা গেলেও এই মুভির পরিচালকের দায়িত্বে ছিলেন True Detective এবং Maniac সিরিজের নির্মাতা ক্যারি জোজি ফুকুনাগা ।
জ্যামাইকা হলো প্রথম বন্ড মুভি (Dr. No) এবং ২৫ তম মুভি No time to Die এর কমন লোকেশন স্পট। মারাত্মক স্টান্টের সাথে লোকেশন যেন পারফেক্ট কম্বো এবার!
এবারের সম্পুর্ন মুভি-ই প্যানাভিশন আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা। আগেও আইম্যাক্স ক্যামেরা ইউজ করা হয়েছে তবে শুধুমাত্র অ্যাকশন সিকুয়েন্স গুলোর ওয়াইড শটগুলোর জন্য
বন্ড মুভি মানেই দুর্দান্ত অ্যাকশনে ভরপুর সিকুয়েন্স! যার কোন কমতি যে এবারও থাকবে না সেটা ট্রেইলার দেখে বুঝাই যাচ্ছে।
জেমস বন্ড মুভি মানেই এজেন্ট ০০৭ এর গাড়ি..
এবং গাড়িতে বা গাড়ির বাইরে বন্ডের ব্যবহৃত দারুন সব গ্যাজেট যা নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধু বিস্মিত হওয়ার অপেক্ষা..
বন্ড গার্ল হিসেবে থাকছেন অ্যানা ডি আরমা। যাকে সম্প্রতি ড্যানিয়েল ক্রেইগের সাথে “Knives Out (2019)” মুভিতেও দেখা গেছে
ট্রেইলার দেখুন –