in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

বিশ্বকাপে অংশগ্রহনের জন্য ICC-র কাছে আবেদন জানালো নোয়াখালী ক্রিকেট দল

এবারের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ICC-র কাছে আবেদন জানিয়েছে ইউনাইটেড স্টেটস অব নোয়াখালী ক্রিকেট দল। ঘটনার সত্যতা জানার জন্য আমাদের আন্তর্জাতিক প্রতিবেদক নোয়াখালী পৌঁছালে নোয়াখালীর স্বঘোষিত প্রেসিডেন্ট ট্রলুদ্দিন আমাদের বলেন- “সারাদেশ আমাদের নিয়া ট্রল করে আমরা নাকি আলাদা বিভাগ চাই বলে, অনেক হইসে এবার আর বিভাগ না এবার আমরা আলাদা দেশ চাই আর তার প্রথম পদক্ষেপ হিসেবে ক্রিকেট ওয়ার্ল্ডকাপে আমরা আমাদের জাতীয় দল পাঠাবো। এ ব্যাপারে ইতিমধ্যে আমরা ICC-র কাছে লিখিত আবেদন জানিয়েছি। আমাদের সমগ্র নোয়াখালীবাসীর কাছ থেকে জোর করে এই ইভেন্টে জোর করে গনলাইক নেওয়া হয়েছে। নোয়াখালী জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপে খেলবে সেই ব্যাপারে আমরা ব্যাপক আশাবাদী। এবং প্রথম বিশ্বকাপটাই আমাদের দেশে আমরা নিয়ে আসতে পারবো বলে আমরা আশা রাখি। আপনাদেরকে সেই বিশ্বকাপ দেখে যাওয়ার যাওয়ার জন্য অগ্রিম দাওয়াত রইলো”।

এদিকে এই ব্যাপারে ICC-র সাথে যোগাযোগ করা হলে ICC-র বর্তমান প্রেসিডেন্ট আমাদের জানান- “দেখেন ভাই, আমি নিজেও ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীর একজন পাগলা ফ্যান। অনেক ভেবে দেখলাম যে উনাদের আসলে খেলতে দেয়া উচিত। কারণ উনারা শুধু বাংলাদেশই নয়, চান্দে গেলেও উনাদেরকে দেখা যায় বলে শুনেছি। তাই উনাদের এই দাবি আমরা অতি গুরুত্ব সহকারে ভেবে দেখছি। দু-একদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে আমরা সেটা জানিয়ে দিব।”

কিন্তু ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীর এক নাগরিক জানান- “আরে ভাই, আমি সেই লোক। আমিই ফেসবুকে ওই আন্দোলনের প্রতিষ্ঠাতা। আমরা তো এতদিন বিভাগ চাইছি, এখন আমরা পুরা আলাদা একটা দেশ চাই। এরপর দেখবো আমাদের সাথে পাল্লা দিয়া কেউ জিততে পারে কিনা।”

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ঘুরতে যাওয়ার আগে লাগেজ গুছানোর যে ৮টি টিপস আপনার অবশ্যই জানা থাকা উচিত

রাশিফল অনুযায়ী Game Of Thrones – এর কোন ক্যারেক্টারটি আপনি? চলুন দেখি