in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

খাওয়া দাওয়ার পর নিজের বিয়ের আসর থেকেই গায়েব হয়ে গেলেন নোয়াখালীর বর

খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিজের বিয়ের আসর থেকেই পালিয়ে গেছেন নোয়াখালীর হায়াত আবুল নামের এক বর। এক উড়ো খবরে জানা যায়, বিয়ের আসরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর থেকেই বরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে বরের এক বন্ধু বলেন- “খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পরই আমার কাছে একটি মেসেজ আসে, ‘খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, তোরা যে যার বাসায় চলে যা।’ আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না, তাই স্বভাবদোষেই খাওয়া শেষ হওয়ার পর আর এক মিনিটও অপেক্ষা করিনি।” এদিকে বরের নোয়াখালী লিগ্যাসি বজায় রাখার জন্য দুইপক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হলে এক পর্যায়ে বরযাত্রী সেজে ফাও খেতে আসা আরেক নোয়াখালীবাসীর সাথে কনের বিয়ে দিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ঐ নোয়াখালীবাসী কেঁদে বারবার এক কথাই বলে যাচ্ছে- “এখন আমার কি হবে?”

তবে এমন ঘটনায় বৃহত্তর নোয়াখালী কমিটির সভাপতি জনাব আই কিচ্ছি আমাদের প্রতিনিধিকে জানান যে- “এই ধরণের লিগ্যাসি বজায় রাখার জন্য আমরা এই ছেলেকে পুরস্কৃত করতে চাই, এমন সোনার ছেলে কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে মনে করি।”

এদিকে এ ঘটনাকে অনেকে ওয়ার্ল্ড গিনেস বুকে উঠানোর দাবি জানিয়ে নোয়াখালীতে মিছিল করেছে বলে খবর পাওয়া গিয়েছে। বিয়ে খেতে এসে বিয়ে করার এমন অনন্য নজির কেবল একজন নোয়াখালীবাসীর পক্ষেই সম্ভব। কিন্তু অন্যান্য এলাকার অনেকেই আবার হায়াত আবুলের ফাঁসিও দাবি করছে বলেও জানা যায়।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৮টি উপায়ে পাকিস্তানের অধিনায়ক সর্পরাজ ও তার দল আজকে বাংলাদেশের বিপক্ষে ৫০০ রান করতে পারে!

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে ৭জন বাংলাদেশির অবদান কখনোই ভুলে যাওয়ার নয়