in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

বন্ধুদের কাছে শোনা যে ৭টি কথা বিশ্বাস করা আর না করা একই

বন্ধুদের সাথে উঠতে-বসতে এবং মিশতে গিয়ে আমরা তাদের মুখে কত ধরনের কথাই তো শুনি। তবে অনেকদিন মেশার পর আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারি যে কার কথায় বিশ্বাস করা যায়, আর কার কথা জাস্ট এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়ার মতো ।

১. পেট পাতলা বন্ধুটা যখন বলে, “বিশ্বাস কর, আমি কাউকে বলি নাই”

via GIPHY

 

২. প্রচন্ড রকমের ফাঁকিবাজ বন্ধুটা যখন বলে, “বিশ্বাস কর, I tried my best”

via GIPHY

 

৩. স্ট্রিক্ট বাবা মা আছে এমন বন্ধুটা যখন বলে “বিশ্বাস কর, এবার আর ট্যুর মিস করবো না”

via GIPHY

 

৪. চেইন স্মোকার বন্ধুটা যখন বলে “বিশ্বাস কর, এইটাই লাস্ট “

via GIPHY

 

৫. একসাথে ৩-৪ জনের সাথে প্রেম করা বন্ধুটা যখন বলে, “বিশ্বাস কর, I think I’ve found the ONE!”

via GIPHY

 

৬. ২৪ ঘণ্টা ফোন গুতায়, বাথরুমেও ফোন নিয়ে যায় এমন বন্ধুটা যখন বলে, “বিশ্বাস কর, ফোন আমার সাথে ছিল না”

via GIPHY

 

৭. ভয়ঙ্কর রকমের অলস বন্ধুটা যখন বলে, “বিশ্বাস কর, এবার আর ঝামেলা হবে না, সব ঠিকমত করে রাখবো”

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যে ১০টি বাংলাদেশের জাতীয় ব্যাপার সম্পর্কে আপনি হয়তো এখনো জানেন না

ম্যাসেজের রিপ্লাই দেওয়ার স্পিড অনুযায়ী মানুষ চিনবেন যেভাবে