মানব জীবনে যেমন আনন্দ আছে তেমনি আছে “না পারি কহিতে না পারি সহিতে” টাইপ অবস্থাও। এ পরিস্থিতিগুলো বড়ই নির্মম বড়ই হাইস্যকর। এমন বেদনাদায়ক মুহূর্তগুলোতে বাপ্পারাজ হয়ে যাওয়া ছাড়া কিছুই করার থাকে না। আজ জেনে নিন আমাদের জীবনে এমন বেদনাদায়ক পরিস্থিতি কোনগুলো!
১. জোকস বলে নিজে হেসে কুটিকুটি কিন্তু অন্য কেউ যখন হাসে না
via GIPHY
২. দেরি করে অফিসে ঢুকেই একদম বসের সামনে যখন পড়তে হয়
via GIPHY
৩. পার্টনার যখন বলে আমার কোন ব্যাপারটি তোমার সবচেয়ে ভালো লাগে?
via GIPHY
৪. কারো সাথে হ্যান্ডসেক করতে হাত বাড়ালে অপরপক্ষ যখন হাত না বাড়ায়
via GIPHY
৫. ফেসবুকে নিজের পুরোনো কোন স্ট্যাটাস কিংবা ছবিতে হুট করে কোন বন্ধু লাইক দিয়ে বসলে
via GIPHY
৬. শীতের রাতে হিসু চাপলে (এইটার উপর কিছু নাই)
via GIPHY
৭. সিরিয়াস মুহূর্তে কারো কথায় প্রচন্ড হাসি পেলে
via GIPHY
৮. জরুরি বের হতে হবে আর ঠিক তখনই পিসি হ্যাং করে বসলে
via GIPHY
৯. মেসেঞ্জারে ভুল করে একজনকে পাঠানো মেসেজ অন্যজনের ইনবক্সে চলে গেলে
via GIPHY
১০. ফোনের চার্জার অফিসে রেখে বাসায় চলে এলে কিংবা বাসায় রেখে অফিসে চলে গেলে
via GIPHY
১১. ফাইল এটাচ্ড না করেই ইমেইল পাঠিয়ে দিলে
via GIPHY
১২. ঘরের চাবি ভিতরে রেখেই তালা লাগিয়ে দিলে