দাওয়াতে যেতে কে না পছন্দ করে? যারা করে না তারাও বন্ধুদের সাথে অন্য কোথাও বা বন্ধুর বাসায় দাওয়াতে যাওয়া মিস করতে চাইবে না। আর এরকম দাওয়াত গুলোতে কিছু ঘটনা না ঘটলে যেন দাওয়াতটাই অসুম্পূর্ন লাগে।
১. সবাই একসাথে গেলেও যেকোন একজনকে অন্যদের চেয়ে টাকা বেশি খরচ করতে হবে
via GIPHY
২. খাবার সার্ভ করার পর কারা আগের ব্যাচে খাবে আর কারা পরের ব্যাচে খাবে, তা নিয়ে একটু ন্যাকামি চলবে
via GIPHY
৩. বন্ধুদের মধ্যে এমন একজন থাকবেই যে পুরোপুরি খাওয়া শেষ করতে পারবে না এবং খাবার নষ্ট করবে
via GIPHY
৪. দাওয়াত কোনো বন্ধুর বাসায় হলে খাওয়া শেষে কেউ একটু ন্যাপ নেওয়ার, কেউবা একটু স্মোক করার জায়গা খুঁজবে
via GIPHY
৫. কোনো একজনের খাবার পছন্দ হবে না। তবে ভদ্রতার খাতিরে সে ও মজা করে খাওয়ার অভিনয় করে যাবে
via GIPHY
৬. দাওয়াতে অন্যান্য গেস্টদের উপস্থিতি যত বেশি থাকবে, ইতরামি ফাজলামি তত কম হবে