বাস্তব জীবনে যেমন শিস্টাচার দরকার, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম নয়। কারো সাথে আপনার মতের অমিল হতেই পারে, কিন্তু তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমন করে বসাটা কিংবা গালাগালি করা মোটেও ভালো কিছু না। তাই অনলাইনে কিছু শিষ্টাচার আমাদের সবারই মেনে চলা উচিত।
১. মতের অমিল হওয়া মানেই শত্রু না, কেউ ভিন্নমত পোষণ করলে অথবা কাউকে অপছন্দ করলেও তাকে অসম্মান করা থেকে বিরত থাকুন
via GIPHY
২. কোথাও কোন ইস্যু পেলেই কমেন্ট যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন না, বংশের সম্মান রক্ষা করুন, কোন কিছু ভালো না লাগলে এড়িয়ে চলুন
via GIPHY
৩. আপনার করা সামান্য ফেসবুক পোস্ট যেন কারো ক্ষতির কারণ না হয়, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই যেকোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন
via GIPHY
৪. অন্য কারো কোন কাজ হোক সেটা ভিডিও, ছবি বা লেখা আগে তার অনুমতি নিয়ে তারপর ক্রেডিট দিয়ে ব্যবহার করুন
via GIPHY
৫. বাস্তব জীবনে গালাগালি করেন, বুঝলাম! তাই বলে অনলাইনেও অপরিচিত মানুষদের সাথে যেখানে সেখানে সেটি করতে যাবেন না
via GIPHY
৬. যে ধরনের কথা কারো মুখের উপর বলতে পারবেন না, অনলাইনেও সেটি বলা থেকে বিরত থাকুন
via GIPHY
৭. কারো ব্যক্তিগত কোন তথ্য তার অনুমতি ব্যতীত অন্য কারো সাথে শেয়ার করতে যাবেন না
via GIPHY
৮. জিজ্ঞেস না করেই হুট করে কাউকে ভিডিও কল করে বসবেন না