in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

আগস্ট ২০২১ – মুভি রেকমেন্ডেশন শর্টলিস্ট (Netflix, Amazon Prime, HBO Max)

প্রতিমাসে বড় বড় OTT তে রিলিজ পায় নতুন, ক্লাসিক এবং ইন্টারেস্টিং শত শত মুভি । এদের মধ্যে কোনটা রেখে কোনটা দেখবেন? তাই আপনার জন্য আমাদের মুভি রেকমেন্ডেশনের আজকের আয়োজনে থাকছে আগস্ট মাসে OTT প্ল্যাটফর্ম গুলোতে আসা মুভিগুলোর মধ্যে কোনটি কোনটি দেখতে পারেন সেই রেকমেন্ডেশন ।

Netflix-

১. The Machinist (2004) – ক্রিশ্চিয়ান বেল অভিনীত অনবদ্য এই ক্রাইম থ্রিলার মুভিটি না দেখে থাকলে ,আর দেরি না করে আজই দেখে ফেলুন। The Machinist ছাড়াও Catch Me If You Can (2002), Five Feet Apart (2019) এবং Inception (2010) এর মত বিখ্যাত মুভিগুলো Netflix- এ দেখা যাবে ১ আগস্ট থেকে।

 

২. The Swarm (2020) – একজন সিঙ্গেল মাদার কিভাবে তারই ব্রিড করা পঙ্গপালের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করবে তা জানতে হলে দেখতে হবে এই ফ্রেঞ্চ ইন্ডি হরর মুভিটি। Netflix – এ দেখতে পাবেন ৬ আগস্ট থেকে।

 

৩. Vivo (2021) – একটা হানি বিয়ার কিভাবে কিউবা থেকে মিয়ামি গিয়ে চিঠি পৌঁছে দেয় সেই গল্প নিয়েই সনি এনিমেশনের এই নতুন মিউজিকাল অ্যাডভেঞ্চার মুভি । Netflix- এ দেখতে পাবেন ৬ আগস্ট থেকে।

 

৪. Beckett (2021) – একজন আমেরিকান ট্যুরিস্ট গ্রিসে বেড়াতে গিয়ে ষড়যন্ত্রে ফেঁসে যাওয়ার কাহিনী নিয়ে জন ডেভিড ওয়াশিংটনের এই নতুন মিষ্ট্রি থ্রিলার মুভিটি Netflix- এ দেখতে পাবেন ১৩ আগস্ট থেকে।

 

৫. Black Island (2021) – শান্তিপূর্ন এবং রহস্যেঘেরা একটি দ্বীপের কিছু মানুষের গল্প নিয়ে বানানো এই জার্মান থ্রিলার মুভিটি Netflix- এ দেখতে পাবেন ১৮ আগস্ট থেকে ।

 

৬. Sweet Girl (2021) – জেসন মমোয়া অভিনীত রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার মুভিটি Netflix-এ দেখা যাবে ২০ আগস্ট থেকে।

 

৭.The Witcher: Nightmare of the Wolf (2021) – Witcher সিরিজের প্রথম সিজনের সাফল্যের পর এবং দ্বিতীয় সিজন রিলিজ হওয়ার আগে একই ফ্র্যাঞ্চাইজির নতুন নিবেদন এই এনিমেটেড মুভিটি । Netflix – এ দেখতে পাবেন ২৩ আগস্ট থেকে

 

৮. The Old Ways (2020) – তদন্ত করতে গিয়ে একটা কাল্ট কর্তৃক অপহরনের শিকার হয় একজন জার্নালিস্ট এবং একসময় ঐ কালটের সদস্যরা তাকেই ডেভিল ভাবতে শুরু করে। ইন্টারেস্টিং গল্পের এই হরর মুভিটি Netflix-এ দেখা যাবে ২৫ আগস্ট থেকে।

 

Amazon Prime-

১. 500 Days of Summer (2009) – আপনি যদি এই রোমান্টিক ড্রামা না দেখে থাকেন তাহলে এই মুহূর্তে সব বাদ দিয়ে আজই Amazon Prime – এ দেখে ফেলুন এই দুর্দান্ত মুভিটি। মুভিটি অনেকদিন মনে দাগ কেটে থাকবে, গ্যারান্টিড !

 

২. La La Land (2016) – রায়ান গসলিং এবং এমা স্টোন অভিনীত এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামা মুভিটি একা দেখুন, কাউকে সঙ্গে নিয়ে দেখুন বা যেভাবেই দেখুন…কিন্তু দেখবেন অবশ্যই । দেখতে পাবেন Amazon Prime – এ ১৬ আগস্ট থেকে।

 

৩. Annette (2021) – একজন বিখ্যাত অপেরা সিঙ্গারের সাথে একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের প্রেমে পড়া এবং অতঃপর… । Amazon অরিজিনাল এই মিউজিক্যাল ড্রামা মুভিটি দেখতে পাবেন ২০ আগস্ট থেকে ।

 

৪. The Courier (2020) – শার্লক খ্যাত গুণী অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচকে যেকোনো ব্রিটিশ চরিত্রে অভিনয় করতে দেখা যে কারও জন্যেই একটা ট্রিট। এই নতুন থ্রিলার মুভিতেও একজন ব্রিটিশ বিজনেসম্যানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুভিটি Amazon Prime – এ দেখতে পাবেন ২৭ আগস্ট থেকে।

 

HBO Max-

১. The Suicide Squad (2021) – DC কমিক্সের ভিলেন/অ্যান্টি হিরো ক্যারেকটার গুলোকে নিয়ে জেমস গান পরিচালিত এই সুপারহিরো মুভি সম্ভবত আগস্ট মাসের সবচেয়ে কাঙ্ক্ষিত মুভি। থিয়েটারের পাশাপাশি HBO Max – এ মুভিটি রিলিজ পাবে ৫ আগস্ট।

 

২. Reminiscence (2021) – হিউ জ্যাকম্যান এবং রেবেকা ফার্গুসন অভিনীত নতুন এই টাইম বেনডিং থ্রিলার মুভিটিও থিয়েট্রিকাল রিলিজের পাশাপাশি HBO Max-এ মুক্তি পাবে ২০ আগস্ট ।

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: জেনে নিন এরপর ট্রিট চাইলে আপনার বন্ধুকে কোন অভিনব রেসিপিটি খাওয়ানো উচিত

যে ১০টি লক্ষণ প্রমান করে নিজের ল্যাপটপের সাথে আপনার কঠিন প্রেম চলছে