in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

সেপ্টেম্বর ২০২১ – মুভি রেকমেন্ডেশন শর্টলিস্ট (Netflix, Amazon Prime, HBO Max)

প্রতিমাসে জনপ্রিয় OTT গুলোতে আসা শত শত নতুন টাইটেল গুলোর মধ্য থেকে থেকে বেছে বেছে নিয়ে তৈরি আমাদের এই মুভি রেকমেন্ডেশনের এবারের আয়োজনে থাকছে সেপ্টেম্বর মাসে আসা নতুন পুরোনো মুভির শর্টলিস্ট ।

Netflix –

১. Letters to Juliet (2010) – ইতালি শহরে একটি চিঠি পৌঁছে দিতে গিয়ে ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার মিষ্টি গল্পের উপর নির্মিত এই রোমান্টিক মুভিটি Netflix – এ দেখা যাচ্ছে ১ সেপ্টেম্বর থেকে।

 

২. Mars Attacks! (1996) – মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েনদের ইনভেশন নিয়ে বানানো এই Cult-ক্লাসিক হরর কমেডি মুভিটি না দেখে থাকলে আজই দেখে ফেলুন। এটিও Netflix- এ দেখা যাচ্ছে ১ সেপ্টেম্বর থেকে

 

৩. Worth (2021) – 9/11 অ্যাটাকের ভিকটিমদের জন্য জাস্টিস খোঁজার সত্য কাহিনীর উপর নির্মিত একজন লইয়ারের বায়োপিক। Netflix- এ দেখা যাচ্ছে ৩ সেপ্টেম্বর থেকে

 

৪. Kate (2021) – একজন অ্যাসাসিন এবং বেচেঁ থাকার জন্য তার কাছে মাত্র ২৪ ঘণ্টা সময় থাকলে সে কি কি করতে পারে তা জানতে দেখে ফেলুন এই অ্যাকশন থ্রিলার মুভিটি । Netflix- এ দেখা যাবে ১০ সেপ্টেম্বর থেকে

 

৫. Nightbooks (2021) – ভূতের গল্প নিয়ে অবসেসড একটি ছেলের সাথে ঘটে যাওয়া নানান ঘটনার উপর নির্মিত এই ফ্যান্টাসি হরর মুভিটি Netflix- এ দেখা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে

 

৬. Intrusion (2021) – বাসায় বিনা অনুমতিতে আগন্তুকের চলে আসার গল্প নিয়ে নির্মিত ফ্রিদা পিন্টো অভিনীত এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি Netflix- এ দেখা যাবে ২২ সেপ্টেম্বর থেকে

 

7. Destination Wedding (2018) – সবার প্রিয় কিয়ানু রিভস এবং উইনোনা রাইডার অভিনীত “জটিল” ধাঁচের এই রোমান্টিক মুভিটি Netflix- এ দেখা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে

 

Amazon Prime –

১. 21 Grams (2003) – নাওমি ওয়াটস এবং শন পেন অভিনীত ইতিহাসের সেরা ক্রাইম ড্রামা গুলোর মধ্যে অন্যতম এই মুভিটি Amazon Prime- এ দেখা যাচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। এছাড়াও একই দিন থেকে আমাজন প্রাইমে দেখা যাবে The Social Network, Sleepless in Seattle, Armageddon এর মত অসাধারণ মুভিগুলোও।

 

২. Cinderella (2021) – এই নতুন Amazon Original Movie তে বিখ্যাত Cinderella চরিত্রে ক্যামিলা ক্যাবেলোকে নতুন আঙ্গিকে দেখা যাচ্ছে ৩ সেপ্টেম্বর থেকে

 

৩. The Voyeurs (2021) – প্রতিবেশীকে স্টক করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ার কাহিনী নিয়ে নির্মিত এই মুভিটি Amazon Prime – এ দেখা যাবে ১০ সেপ্টেম্বর থেকে

 

HBO Max –

১. Harry Potter Film Series – জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের ৮ টি মুভিই HBO Max – এ দেখার জন্য অ্যাভেইলেবল হয়েছে ১ সেপ্টেম্বর থেকে

 

২. Ouija: Origin of Evil (2016) – Ouija বোর্ড নিয়ে মা এবং মেয়ের সাথে ঘটে যাওয়া নানান ঘটনার গল্প নিয়ে নির্মিত এই হরর মুভিটি HBO Max – এ দেখা যাচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। এছাড়াও Army Of Darkness, The Evil Dead ( Part 1&2) এবং Cloverfield এর মত বিখ্যাত মুভি গুলোও দেখার জন্য অ্যাভেইলেবল হয়েছে একই দিনে।

 

৩. Mad Max: Fury Road (2015) – টম হার্ডি অভিনীত ইতিহাসের অন্যতম সেরা এই পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন মুভিটি HBO Max – এ দেখা যাবে ৯ সেপ্টেম্বর থেকে

 

৪. Malignant (2021) – বিখ্যাত পরিচালক James Wan এর এই নতুন হরর মুভিটি থিয়েট্রিকাল রিলিজের পাশাপাশি HBO Max- এ রিলিজ পাবে ১০ সেপ্টেম্বর

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যে ৭টি লক্ষণ প্রমাণ করে স্বভাব অনুযায়ী আপনি Tokyo-র মতো

Quiz: খাবার বেছে জেনে নিন নুডলসের কোন আইটেমটি আপনার খাওয়া উচিত