in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

১২টি পয়েন্টে ছোটবেলার পরীক্ষা Vs বড়বেলার পরীক্ষা

স্কুল লাইফ নিয়ে আমাদের সকলেরই আছে মজার মজার স্মৃতি। ছোটবেলার সেই আনন্দের দিনগুলোতে সবচেয়ে বড় ঝামেলা নিয়ে হাজির হতো পরীক্ষা। তা নিয়ে ছিল আমাদের কত না মাথা ব্যথা, দিন-রাতের ঘুম হারাম করে চলতো পরীক্ষা প্রস্তুতি। তবে বড় হওয়ার পর পরীক্ষা ব্যাপারটাও আর আগের মতো নেই এখন কোনোমতে পাশ করাটাই মূল উদ্দেশ্য। কি নিজের সাথে মিল খুঁজে পাচ্ছেন? তবে দেখে নিন আমাদের এই GIF গুলো থেকে ছোটবেলার পরীক্ষা VS বড়বেলার পরীক্ষা নিয়ে কিছু ঘটনা।

১. ছোটবেলায় পরীক্ষার আগে বন্ধুদের কাছ থেকে সাজেশন যোগাড় করা নিয়ে ব্যস্ত থাকতাম

via GIPHY

 

২. আর এখন বন্ধুদের ফোন দিয়ে সিলেবাস জানতে হয়

via GIPHY

 

৩. আগে ২ নম্বরের জন্য প্রথম হতে না পারলে অনেক আফসোস হতো

via GIPHY

 

৪. আর এখন ২ নম্বরের জন্য ফেল করলেও কিছু যায় আসে না

via GIPHY

 

৫. ছোটবেলায় বন্ধুরা পরীক্ষার সিলেবাস ভাগাভাগি করে পড়তাম, যাতে একজন অন্যজনকে বুঝিয়ে দিতে পারে।

via GIPHY

 

৬. আর এখন সব আশা ছেড়ে পরীক্ষার দিন ভালো স্টুডেন্টের পাশের সিট্ দখল করি

via GIPHY

 

৭. ছোটবেলায় ঘুমাতে যাওয়ার আগে পেন্সিল বাক্স গুছিয়ে রাখতাম

via GIPHY

 

৮. এখনতো ভাই পরীক্ষার হলে ঢুকে কলম ধার নিতে হয়

via GIPHY

 

৯. পরীক্ষার পর বন্ধুদের সাথে কয়টা উত্তর সঠিক হয়েছে তা সবাই মিলে মিলিয়ে দেখতাম

via GIPHY

 

১০. ছোটবেলায় খাতা জমা নেয়ার ১ সেকেন্ড আগে পর্যন্ত ঝড়ের গতিতে লিখেও লিখা শেষ করতে পারতাম ন

via GIPHY

 

১১. এখন সবার শেষে পরীক্ষা দিতে বসে সবার আগে উঠে যেতে হয় or এখন পাস মার্ক পর্যন্ত উত্তর লিখে বের হয়ে যাই

via GIPHY

 

১২. শেষ পরীক্ষার পর শুধু ফুর্তি আর ফুর্তি

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

“নারী” নয় দিবসটা হোক মানুষের

ইউনিভার্সিটি লাইফ নিয়ে ৮টি তরতাজা মিম