in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৮টি পরিস্থিতিতে জীবনটাকে দুঃখের কুয়া মনে হয়

আমাদের জীবনে দুঃখের শেষ নেই, তবে কিছু পরিস্থিতি আছে যখন দুঃখ এত বেশি মাত্রায় থাকে যে, জীবনটা দুঃখের সাগর ছাড়া আর কিছুই মনে হয় না। আজ চলুন জেনে নেই, এমনই কিছু মুহূর্তের ব্যাপারে

১. যখন কাউকে সকালে ডেকে দিতে বলার পর, সেই সময়ের আরো এক ঘন্টা আগে থেকেই ডাকা শুরু করে

via GIPHY

 

২. কিনবো না জেনেও কোন কিছুর দাম বলার পর, দোকানদার সেই দামেই যখন রাজি হয়ে যায়

via GIPHY

 

৩. ভালো কোর্স টিচার দেখে কোর্স সিলেক্ট করার পর যখন সেই কোর্স অন্য টিচার নেয়

via GIPHY

 

৪. ছুটির দিনে অনেক সকালে যখন ঘুম ভেঙ্গে যায়

via GIPHY

 

৫. জ্যামে বসে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে, বিরক্ত হয়ে নেমে হাঁটা শুরু করার পরেই যখন জ্যাম ছেড়ে দেয়

via GIPHY

 

৬. বৃষ্টির দিনে যখন অফিস যেতে হয়

via GIPHY

 

৭. অন্য কারো বাসায় টয়লেট ব্যবহারের পর যখন ফ্ল্যাশ কাজ করে না

via GIPHY

 

৮. বেতন পাওয়ার পর উরাধুরা খরচ করে, মাসের মাঝখানে এসেই যখন পকেট খালি হয়ে যায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৮টি ব্যাপার নতুন জিম জয়েন করার পর প্রায় সবার সাথেই ঘটে

যে ব্যাপারগুলো এক্সট্রা না হলে বাংলাদেশিদের চলেই না