in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

লোকাল বাসের যে ১০ ধরণের যাত্রী দেখতে আপনাকে কষ্ট করে বাসে চড়তে হবেনা

লোকাল বাস আমাদের শহুরে মধ্যবিত্ত নাগরিক জীবনের অবিছেদ্য একটি অংশ। আমরা যারা এই শ্রেণীর মানুষ তাদের প্রতিদিনই কোন না কোন প্রয়োজনে লোকাল বাসে করে ছুটতে হয় গন্তব্যে আর এই লোকাল বাসে চড়তে গিয়েই আমরা বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত ও কিম্ভুত কিমাকার আচরণের সহযাত্রীর পাল্লায় পড়ি। তাই আজ তাদের নিয়েই আমাদের এলবাম

 

১. চুপচাপ যাত্রী – কারো সাত পাঁচ বারো কোনো কিছুতেই নাই এরা। সরতে বললেও চুপচাপ দাঁড়ায় থাকে।

via GIPHY

 

২. আলাপী যাত্রী – এরা আশপাশের আট দশজন নিয়া আড্ডা জমায়া দিতে পুরোদমে ওস্তাদ

via GIPHY

 

৩. বিলাপী যাত্রী – এরা জ্যাম থেকে শুরু করে এরপর সমাজ সংসারসহ পুরো পৃথিবী এবং সৃষ্টিকর্তা নিয়াও বিলাপ করা শুরু করে

via GIPHY

 

৪. উটপাখি মার্কা যাত্রী – দিন দুনিয়ায় কি হইতাসে তা নিয়া এদের মাথা ব্যাথা নাই কারন এরা তো উটপাখি আর এদের কাছে আছে মোবাইল, তাই ঘাড় নিচা কইরা শুধু স্ক্রলিং চলবে অকে

via GIPHY

 

৫. অই যাস না ক্যান যাত্রী – এদের কাজ ই বাসে উঠা থেকে শুরু করে নামা পর্যন্ত শুধু অই যাস না ক্যান বলা। বাস যদি জ্যামে বসে থাকে সেক্ষেত্রেও এরা এমনই বলতে থাকে

via GIPHY

 

৬. কানাপট্টি গরম যাত্রী – কন্ডাক্টর থেকে শুরু করে বাসের জানালার খোলা অংশের দখল করতে এদের একটাই ডায়ালগ থাকে “কানাপট্টি গরম কইরা দিমু”

via GIPHY

 

৭. সেমি মহিলা যাত্রী – এরা সিট খালি থাকলেও গিয়ে মহিলা সিটে  বইসা থাকে।

via GIPHY

 

৮. কুম্ভকর্ণ যাত্রী – এনারা আসলে বাসায় না ঘুমিয়ে, বাসে এসে ঘুমায়। হয়তো বাসে উঠলেও অটোমেটিক্যালি এদের চোখে ঘুম নেমে আসে। এনাদের এতো ঘুম জমা থাকে যে, মাঝে মধ্যে এরা স্টপেজ পার হয়ে অনেকদূর চলে যায় কিন্তু কোন হুঁশ থাকে না। 

via GIPHY

 

৯. “দিমু না” টাইপ যাত্রী – এরা জায়গায় বেজায়গায় ১০০-২০০ টাকা এমনিতেই খরচ করলেও বাসে এসে এদের এক টাকা খরচ করতেই শরীর পুড়ে যায়। আর এ নিয়ে বাসের সাথে পাল্লা দিয়ে চলে বাস কন্ডাকটর আর এদের মাঝে তুমুল ঝগড়া।

via GIPHY

 

১০. নবাব সিরাজ উদ দৌলা যাত্রী – এরা বাসে চরলেও ভাব নেয় যে এরা আসলে প্রাইভেট কারে চলতেছে। এদের গায়ে অন্য কারো শরীর কিংবা ব্যাগের একটু কানা কঞ্চিও যদি লাগে, তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠে।   

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ১০টি কথা বাংলাদেশী ফটোগ্রাফারদেরকে বুলেটের চেয়েও বেশি আঘাত করে

দ্যা গ্রেট আরবান গেরিলা গ্যাং: ক্র্যাক প্লাটুন