in

মাইরালামাইরালা

Zee বাংলা বন্ধের সংবাদ শুনে সীমান্ত এলাকায় টিভি নিয়ে সিরিয়ালপ্রেমীদের উপচে পড়া ভিড়!

হঠাৎ করেই সারাদেশে জি বাংলা বন্ধ হয়ে যাওয়াতে সারাদেশ যেন থমকে গিয়েছে। এমন সংবাদে সীমান্তে টিভি নিয়ে ভিড় করেছেন বাংলাদেশি কিন্তু ভারতীয় সিরিয়ালপ্রেমীরা। হুট করে সীমান্তে টিভিসহ এত মানুষ সামলাতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে সীমান্ত রক্ষীদের। ধানক্ষেতের মাঝখান দিয়ে টিভি কাঁধে নিয়ে দৌড়ে সীমান্তের দিকে যাওয়া একজনকে থামিয়ে আমাদের প্রতিবেদক ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন- “আরে মিয়া পরে কথা কই, নোবেলের গান শুরু হইবো একটু পর। একদিন হইসে নোবেলের গান শুনিনা। বুঝেন আপনি একদিন মানে কত ঘন্টা? সেই হিসাব রাখেন? নাকি সারাদিন ক্যামেরা লইয়া দৌড়ান?” পরে উনার পিছনে পিছনে আমাদের প্রতিবেদক দৌড়ে সীমান্তে চলে যান। দেখতে পান হাগার হাগার মানুষ টিভির অ্যান্টেনা নিয়া এদিক সেদিক ছুটোছুটি করছে। অ্যান্টেনা ধরে রাখার শর্তে ধানমন্ডির আমাদের প্রতিবেদককে বলেন- “ভাই আমার সংসারে আগুন লাইগা গেসে, এইডা কোন কথা! মানুষজন কি বুঝে না? জীবন মানেই জি বাংলা, সারাদিন কাজ টাজ কইরা আইসা সন্ধ্যায় এই জি বাংলা না থাকাতে আপনার ভাবির প্যানপ্যানানির ঠ্যালায় আর থাকতে পারতাসিলাম না। বাধ্য হয়া আজ সন্ধ্যার বাস ধইরা চইলা আসছি এখানে, আশা করি বর্ডার থেকে ক্লিয়ার ভাবে সব চ্যানেল দেখা যাবে। এরপর এখান থেকে ফেসবুক লাইভে আপনার ভাবীকে দেখামু! বুদ্ধিডা সেই হৈছে না? হে…হে!”

তার পাশেই সিরিয়াল দেখে কাঁদতে কাঁদতে এক ভাবি আমাদের প্রতিবেদককে জানান- “জি বাংলার এসব নাটক থেকে কত কূটনামীর শিক্ষা নিসি, যদি জি বাংলাই না থাকে তাইলে আমি আমার ননদের চায়ের চামচ হাত থেকে ফেলে দিলে কেমন করে তার পিছনে লাগতে হয় এসবের নিত্যনতুন ট্রিকস কই থেকে জানবো বলেন?”

এদিকে কয়েকজনকে চিৎকার করে স্লোগান দিতে শোনা যায়- “আমাদের দাবি, আমাদের দাবি! মানতে হবে মানতে হবে! নোবেলের শো দেখতে চাই, দেখতে দাও, দিতে হবে!” অন্যদিকে কিছু হাই ক্লাস আন্টিদের দেখা যায় ছাতার নিচে “জি বাংলা খুলে দিন” লিখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন।

তবে চট্টগ্রামের এক ক্যাবল ব্যবসায়ীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আমাদের চট্টলা রিপোর্টার। এই ক্যাবল ব্যবসায়ীকে বাসায় দাওয়াত করে নিয়ে ঝাড়ু দিয়ে পিটিয়ে আহত করেছেন সেই বাসার আন্টি। ব্যবসায়ীর ছোট ভাই জানান- জি বাংলা বন্ধ হয়ে যাওয়াতে উনাদেরকে টানা ১৩৬ বার ফোন করেও পাওয়া যায় নি, তাই ছলে বলে কৌশলে তাকে লোক মারফত দাওয়াত দিয়ে নিয়ে মারধর করা হয়

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

বাংলাদেশের মানুষের যে ১০টি সুপার পাওয়ার মার্ভেল ও ডিসি সুপার হিরোদেরকেও হার মানাবে

Zee বাংলা বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশ জুড়ে ঘটতে পারে যে অদ্ভুত ১০টি ঘটনা