in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

ডিসি ড্রামা স্পষ্ট দেখতে না পেরে সিসি ক্যামেরাকে HD করার দাবি লিংক শিকারিদের

কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়া সম্প্রতি জামালপুর ডিসি ফিল্ম সোসাইটির প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা “ডিসি ড্রামা”। অনলাইনে এই শর্ট ফিল্মটি রিলিজ হওয়ার পরই ঝাঁপিয়ে পড়ে নিখিল বাংলা লিংক শিকারীর দল। শেষ খবর পাওয়া পর্যন্ত “ভাইয়া লিংক হবে? লিংক?” চিরকুটে ফেটে গিয়েছে বক্স অফিস। এখন বক্স অফিসের বাইরে এখানে সেখানে মিলছে “ভাইয়া লিংক হবে? লিংক?” চিরকুট। একই সাথে চার দিকে চলছে আলোচনা ও সমালোচনা।

তবে এই শর্টফিল্মের গল্প, চরিত্র, কলাকুশলী ও অভিনয় দক্ষতাকে ছাপিয়ে আলোচনার সামনে চলে এসেছে ক্যামেরা। আমাদের এক প্রতিনিধি ভিপিএন ছাড়া এই শর্টফিল্ম দেখে শুরুতেই উল্লাস প্রকাশ করে আমাদের জানান “উফ, কতদিন পরে ভিপিএন ছাড়া একটা শর্টফিল্ম দেখলাম। শান্তি লাগতেছে”।

ক্যামেরার পারফর্মেন্স কেমন ছিলো জানতে চাইলে তিনি জানান- “এমন একটা শর্টফিল্ম এমন বাজে ক্যামেরা আসলেই হতাশাজনক। চোখ বড় করে অনেক কষ্ট করে দেখা লাগছে। যতভাবে, যত এঙ্গেলেই তাকাই সবই হালকার উপ্রে ঝাপসা দেখতে পাই। তবুও কষ্ট করে দেখলাম। তবে নায়ক নায়িকার চেহারার এক্সপ্রেশন ঠিকভাবে বুঝতে না পারায় শর্টফিল্মের ভেতরে ঢুকতে পারিনি”।

এদিকে শর্টফিল্ম দেখেই তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় নিখিল বাংলা লিংক শিকারির দল জানান- “এমন বাজে ক্যামেরায় এমন একটা থ্রিলার, অ্যাকশন, ড্রামা, রোমান্স, শর্টফিল্ম শ্যুট করে আমাদেরকে শর্টফিল্মের ফিল নেয়া থেকে বঞ্চিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আমরা সরকারের কাছে দাবী জানাই আমাদের মতো ফিল্মপ্রেমিদের কথা চিন্তা করে প্রতিটা সরকারী অফিসে সিসি ক্যামেরার এইচডি করে দেয়ার জন্য”।

অল্প কিছুক্ষণের মধ্যেই নিখিল বাংলা লিঙ্ক শিকারিদের এই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। ভুক্তভোগীরা দলে দলে শেয়ার দিয়ে সরকারী অফিসে সিসি ক্যামেরার পরিবর্তে এইচডি ক্যামেরা বসানোর দাবী জানান।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Nazmul Haque

যিনি স্বপ্ন দেখেন, ফুলটাইম হাসার আর অবসরে বাঁচার।

Leave a Reply

যে ১০ কারণে প্রতিদিন সকালে লেবু পানি পান করা উচিত

বন্ধুদের সাথে রিকশায় চড়তে গিয়ে যে ১০টি গল্প এড়িয়ে যাওয়া সম্ভব নয়