in

মাইরালামাইরালা

ক্রাশ এবং টিচারসহ যে ৬ ধরণের মানুষের সাথে বসে বাংলাদেশের খেলা দেখবেন না

বাংলাদেশের খেলা যারা দেখে তারা অন্য প্রজাতির ক্রিকেটভক্ত, তাই সাধারণ মানুষদের কাতারে তাদেরকে ফেলা যাবে না। আবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে খেলা দেখাও অতটা নিরাপদ না। কিন্তু কেন? চলুন সেটাই আজ জেনে নেওয়া যাক।

১. Student – আপনার স্টুডেন্ট এর সাথে প্লিজ বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখবেন না। সে আপনার থেকে ধৈর্যশক্তির পাশাপাশি ব্যাপক গালাগালি শিখবে, যা আপনি নিশ্চয়ই চান না

via GIPHY

 

২. Potential In Laws – আপনার টার্গেটে যেমন ওয়াইফ ম্যাটারিয়াল থাকে তেমনি শ্বশুর-শাশুড়ি ম্যাটারিয়াল লোকজনও থাকে। তাদের সামনে আপনার হিংস্রতা প্রকাশ পেয়ে যাক, এটাও আপনি চাইবেন না

via GIPHY

 

৩. Faculty – আপনার ফ্যাকাল্টির সাথে আপনি ক্লোজ হতেই পারেন কিন্তু ক্রিকেট নিয়ে আপনার অতিরিক্ত সিরিয়াসনেস দেখলে পড়াশোনায় আপনার ডেডিকেশন নিয়ে উনারা প্রশ্ন তুলতে পারেন

via GIPHY

 

৪. Kids – বাচ্চাদের সাথে খেলা দেখবেন, ওদেরকে খেলা শেখাবেন। কিন্তু সেই খেলা যেনো বাংলাদেশ ক্রিকেট টিমের না হয়। বাচ্চা-কাচ্চারা ট্রমা নিয়ে বেড়ে উঠুক আমরা কেউই সেটা চাই না

via GIPHY

 

৫. Crush – ক্রাশকে পটানোর জন্য সব এফোর্ট ভেস্তে যেতে পারে যদি সে ক্রিকেট নিয়ে আপনার টক্সিক ইমোশন দেখে ফেলে! বিশ্বাস করেন, এরকম টক্সিসিটি কেউই ডিজার্ভ করে না

via GIPHY

 

৬. Landlord – বাসার বাড়িওয়ালা যদি আপনার মুখে গালিগুলো শুনে ফেলে তাহলে আর আপনাকে বাড়িতে থাকতে দিবে না। সুতরাং বাড়িওয়ালাকে ভুলেও বাংলাদেশের খেলা দেখতে ইনভাইট করা যাবে না

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: নিজের রোড ট্রিপের সবকিছু প্ল্যান করে জানুন আপনার সাথে কে রোড ট্রিপে যাবে

জীবনের যে মুহূর্তগুলোয় মনে হয় “হাসিখুশির দিন শেষ, এখন শুধু নাকের পানি আর চোখের পানি”