in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

কেয়ার নয়, ডোন্ট কেয়ার রিয়্যাকশন আনার দাবি জানালো বেইলি রোড ছ্যাঁকখোর সংঘ

কেয়ার নয়, ফেসবুকে ডোন্ট কেয়ার রিয়্যাকশন যুক্ত করার দাবি জানিয়েছে বেইলি রোড ছ্যাঁকা খাওয়া প্রেমিক সংঘ (বেরোছ্যাখাপ্রেস)। গতকাল থেকেই ফেসবুকে কেয়ার রিয়্যাকশন যুক্ত হওয়ার পর ফেসবুকে চলছে হইচই। সবাই গণহারে কেয়ার রিয়্যাকশন দিয়ে চলছে একে অন্যকে। আর এতেই ক্ষেপে গিয়েছে বেইলি রোডের সূর্য সন্তান এই সাবেক প্রেমিকগন। তবে কেনো তারা এত ক্ষিপ্ত এই কেয়ার রিয়্যাকশন নিয়ে, তা জানার জন্য সংঘের সভাপতি ছ্যাঁক সম্রাট বলে খ্যাত ব্রোকেন জলিল ভাইকে ভিডিও কল দিলে তিনি বলেন- “ভাই এক জীবনে এত ছ্যাঁকা খেয়েছি, আর এমন ব্যাকা হয়েছি যে, এখন আর সোজা হইয়ে দাঁড়াতি পারি না। আমার সাবেক প্রেমিকাদের নিয়ে আমি এই বেইলি রোড ধরে একসাথে রিক্সায় করে বৃষ্টিতে কত ভিজেছি জানেন?” এর পর ব্রোকেন জলিল ভাই তাহসান ব্রোয়ের মত আকাশের দিকে তাকিয়ে বলেন- “বাট নাউ আই ডোন্ট কেয়ার। এমন কেয়ার ফেয়ারের ন্যাকামি ভালো লাগছে না। তাই জাকার ভাইয়ের কাছে আমি জোর দাবি জানাই আমাদের সাবেক প্রেমিকদের কস্টের কথা বিবেচনা করে হলেও যাতে কেয়ার রিয়্যাকশন বাদ দিয়ে ডোন্ট কেয়ার রিয়্যাকশন যোগ করা হয়, যাতে এক্সের ছবিতে এখন হাহা’র বদলে ডোন্ট কেয়ার রিয়্যাক্ট দিতে পারি।”

এদিকে জাকার ভাই এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি, তিনি শুধু বলেন- “আমি কিছু জানি না এন্ড আই ডোন্ট কেয়ার, ঠিকাচ্ছে। তার উপ্রে আমি জীবনে কখনো ছ্যাঁকা খাই নাই, ঠিকাচ্ছে। আমি এখন কেয়ার রিয়্যাকশন বাদ দিলে, আমার বউ প্রিসিলা চেন আমার প্যান্টের চেইন ছিড়ে ফেলবো ভাই, ঠিকাচ্ছে…” এই পর্যায়ে আমাদের প্রতিনিধির ইন্টারনেট লাইন চলে গেলে আমরা তার বাকি কথা জানতে পারিনি।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

রিলেশনশিপে যে ৮টি আচরণ স্বাভাবিক মনে হলেও, অনেক বেশি বিরক্তিকর

Quiz: কুইজ খেলে জেনে নিন ইফতারির কোন ক্লাসিক শরবতটি আপনি!