in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

বৃষ্টি-বাদলের দিনে পার্টনার নয়, বরং অন্য যাদের কথাও খুব মনে পড়ে

বৃষ্টির দিনে অনেকেই একটু রোমান্টিক হয়ে যায়। মনে পড়ে বর্তমান কিংবা প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। তবে বৃষ্টির দিনে কিন্তু আরো কিছু মানুষের কথা মনে পড়ে যাদের কথা সচরাচর আমাদের মাথায় আসে না।

১. ঝুম বৃষ্টির দিনে মনে পড়ে ওই সব বাস কন্ডাক্টর মামাদের কথা, যারা আমাকে কাকভেজা অবস্থায় দেখে, বাস ভর্তি থাকার পরেও বাসে তুলে নিয়েছে

via GIPHY

 

২. ঝড়ো হাওয়া আসলেই মনে পড়ে ছোটবেলার সেই সব বন্ধুদেরকে যারা জোরে বাতাস বইলেই আম কুড়ানোর জন্য ডেকে নিয়ে যেত

via GIPHY

 

৩. বিদ্যুৎ চমকালেই মনে পড়ে আম্মুর কথা, যিনি ঝড় আসলে বাসার সব ইলেক্ট্রনিক জিনিসপত্র অফ করে রাখার জন্য বলতে বলতে বাড়ি মাথায় তুলে ফেলেন

via GIPHY

 

৪. মেঘ ডাকলেই মনে পড়ে এলাকার সেই ছোটভাইকে, যে একটু বৃষ্টির সম্ভাবনা দেখলেই ফুটবল খেলতে যাওয়ার জন্য ডাকতে আসতো

via GIPHY

 

৫. একটানা ঘন্টাখানেক বৃষ্টি হলেই মনে পড়ে সেই টিচারকে, যিনি তুমুল বৃষ্টির মাঝেও ঠিকই ক্লাস করিয়েই ছাড়তেন

via GIPHY

 

৬. তীব্র শব্দে বাজ পড়লে মনে পড়ে ছোটবেলার সেই মানুষটাকে যে বুঝিয়ে ছিল যে বিদ্যুৎ চমকানোর দিকে সরাসরি তাকাতে নেই, চোখ নষ্ট হয়ে যায়

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

শপিংয়ের টাকা না দেয়ায় এই গরমে স্বামীকে ফ্যান ছাড়তে দিচ্ছে না মিরপুরের সাদিয়া

লকডাউনে ক্যাম্পাসের যে ৮টি ব্যাপার স্টুডেন্টরা খুবই মিস করছে