in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

যে ১২টি বিষয় কেবল হোস্টেলে থাকা মানুষজনই বুঝবে, অন্যরা নয়

বিশ্ববিদ্যালয়ে ওঠার পর অনেকরেই হোস্টেলে থাকতে থাকতে বেশ কিছু বিষয়ের উপর বিশেষ দক্ষতা এবং সহ্যশক্তি চলে আসে। যেমন খাবার নিয়ে তাদের তেমন কোন ঝামেলা থাকে না, যা দেওয়া হয় তা খেয়েই এরা খুশি থাকে। এছাড়া যেকোন সময় যেকোন পরিস্থিতিতে একদম মাথা ঠান্ডা রেখে পড়ালেখা করতেও এদের জুড়ি মেলা ভার।

১. হোস্টেলে থাকতে থাকতে আসল ডালের চেহারাই ভুলে গেছেন, ডাল মানেই এখন শুধু হলুদ পানি

via GIPHY

 

২. নিজের বলে হোস্টেলে কিছুই থাকে না

via GIPHY

 

৩. যেকোন সমস্যার সমাধানই আপনার কাছে আছে

via GIPHY

 

৪. সিনিয়রদের দেখলেই অটোমেটিক হাত কপালে চলে যায়

via GIPHY

 

৫. অস্বাস্থ্যকর শব্দটা আপনার ডিকশনারিতে নেই

via GIPHY

 

৬. বাড়িতে গেলে একটি এক্সট্রা খাতিরযত্ন পাওয়া যায়

via GIPHY

 

৭. যেকোন বেলার খাবার হিসেবে নুডলসকে আপনি আপন করে নিয়েছেন

via GIPHY

 

৮. হোস্টেলের প্রথম দিন সবাই অচেনা থাকলেও, এরা সবাই এখন আপনার পরিবার

via GIPHY

 

৯. খাবার দাবার নিয়ে আপনার তেমন কোন নাক সিটকানোর অভ্যাস নেই

via GIPHY

 

১০. গুলিস্তানের জ্যামের মধ্যে ছেড়ে দিলেও আপনি ঠান্ডা মাথায় পড়াশুনা করতে পারবেন

via GIPHY

 

১১. বাথরুমের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার ধৈর্য্য ও সহ্যশক্তি এখন অনেক বেশি

via GIPHY

 

১২. আপনি দিনের চেয়ে রাতের বেলা বেশি অ্যাক্টিভ থাকেন

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

নির্বাচনে না জিতলে নোয়াখালীর নাগরিকত্বের জন্য আবেদন করবেন ডোনাল্ড ট্রাম্প

বেস্টফ্রেন্ড বিয়ে করলে আপনার সাথে যে ১০টি ব্যাপার অবশ্যই ঘটবে