কেউ যদি মনে করেন, আগে গৎবাঁধা নিয়মের বাইরে গিয়ে অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ৯-৫টা চাকরিতে না ঢুকে শিল্প সাহিত্য নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে হাজারো কথা শুনতে হতো আর এখন শুনতে হয় না, তবে আপনি ভুল। যুগ পাল্টেছে বটে, পাল্টেছে আরো অনেক কিছুই, কিন্তু এই একটা ব্যাপার এখনও পাল্টায়নি, কারণ এখনও কেউ যদি নিজের প্যাশন হিসেবে ক্রিয়েটিভ সেক্টরকে বেছে নেয়, তাহলে সমাজে তাকে দেখা হয় অনেকটা বাঁকা চোখে, মানে পুরোপুরি এলিয়েন! উনি এই গ্রহেরই কেউ না।
১. গান বাজনাতো করো বুঝলাম, এমনি কাজ কি করো?
via GIPHY
২. কি হবে এসব করে বলো?
via GIPHY
৩. এসবের জন্য লেখাপড়া করাইছিলাম তোরে?
via GIPHY
৪. শিল্পী মানুষ মদ গাজাতো একটু আধটু খায়ই
via GIPHY
৫. এগুলা আমাদের জন্য না বড়লোকদের জন্য বুঝলেন?
via GIPHY
৬. অনেকতো এসব হলো এবার একটু চাকরি-বাকরি হোক
via GIPHY
৭. এসবে কিন্তু জীবন চলবে না
via GIPHY
৮. একটা গান শুনাও তো/একটা ফ্রি ছবি একে দিয়েন তো?
via GIPHY
৯. শিল্পীরা একটু অগোছালো না থাকলে কি হয় নাকি?
via GIPHY
১০. এইটুকু কাজের জন্য এত চার্জ?