পরিবারের সবচেয়ে ছোট সদস্য হওয়ার যে আলাদা কিছু সুবিধা আছে তা মানতেই হয়। বড়দের বাড়তি আদর, আর সব ব্যাপারেই অন্যদের থেকে একটু বেশিই ছাড় পায় ছোটরা। পরিবারের ছোট সন্তান হওয়ার যে সুবিধাগুলো আছে তা নিয়েই আজকের এই লিস্ট!
১. সবার ছোট হওয়ায় সবসময় একটু বেশিই আদর পাওয়া হয়।
via GIPHY
২. পরিবারের বড় সন্তানদের শাসনে রাখলেও ছোটদের বেলায় বাবা-মায়েদের শাসন খুব একটা কড়া হয় না।
via GIPHY
৩. বড় ভাই-বোনদের জিনিস ইচ্ছামত ব্যবহার করা যায়।
via GIPHY
৪. কোন ঝামেলায় পড়লে বড় ভাই/বোনের কাছ থেকে পরামর্শ পাওয়া যায়
via GIPHY
৫. কোন দোষ করলেও ছোট বলে সহজেই পার পাওয়া যায়।
via GIPHY
৬. বয়স যতই বাড়ুক না কেন, পরিবারের সবার কাছে আপনি সবসময়ই ছোট হওয়ার স্পেশাল খাতির পান।
via GIPHY
৭. ছোটবেলায় কখনো আপনাকে একা থাকতে হয়নি কারণ খেলার সংগী হিসেবে বড় ভাই/বোন সবসময় আপনার সাথেই ছিল।
via GIPHY
৮. পরিবারের বড়দের জীবনের অভিজ্ঞতা আর ভুলগুলো থেকে শিক্ষা নেয়ার সুযোগ পাওয়া যায়।
via GIPHY
৯. বড় ভাই/বোন এর বিয়েতে ধুমিয়ে মজা করা যায়।
via GIPHY
১০. ছোট বলে অনেকরকম দায়-দায়িত্বের ভার বড়দের উপর দিয়ে দেয়া যায়!