in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

প্লেনের চেয়ে বাস ভাড়া বেশি হওয়ায়, পাইলটের চাকরি ছেড়ে বাস ড্রাইভার হয়ে গেলেন মাসুদ

জানা যায়, প্লেনের চেয়ে বাসের ভাড়া বেশি হওয়ায় বেশি বেতনের আশায়, পাইলটের চাকরি ছেড়ে বাস ড্রাইভারের চাকরিতে জয়েন করেছেন মাসুদ নামের এক পাইলট। মূলত বাস ভাড়া ৬০% বাড়ার পরেই, তিনি তার বর্তমান চাকরিতে ইস্তফা দিয়ে বাস ড্রাইভার হিসেবে কাজ শুরু করেছেন। এ ব্যাপারে মাসুদ ভাইয়ের সাথে কথা বলতে গেলে, গাড়ি চালাতে চালাতেই ভিডিও কলে তিনি আমাদের বলেন “আরে কি মিয়া পাইলটের চাকরিতে টাকা আছে নাকি এখন? বাস ভাড়া ৬০% বেড়ে যায়, আর প্লেন মালিক প্লেনের ভাড়া কমায়, এইটা কোন কথা? তাই ভাবলাম অনেক তো আকাশে উড়লাম, এবার একটু দেশের রাস্তায় নিড ফর স্পিড খেলি। আর চান্সে বামে কিছু টাকাও কামাই। হিহি, বুঝলেন ভাই, একটু চালাক না হইলে এই দুনিয়াতে টেকা অনেক কঠিন।”

এদিকে মাসুদ ভাইয়ের এমন সাহসী পদক্ষেপের পর দলে দলে পাইলট ভাইয়েরা চাকরি ছেড়ে বাস ড্রাইভার হওয়ার জন্য অ্যাপ্লাই করছেন। এমনকি দেশের বাইরে বিদেশ থেকেও আমাদের দেশে বাস চালানোর জন্য বিদেশী পাইলটরা অনলাইনে অ্যাপ্লাই করছেন। চাপ সামলাতে না পেরে ড্রাইভার পদে আবেদনের সার্ভার ডাউন হয়ে গেছে বলেও জানা যায়।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৮টি লক্ষন প্রমাণ করে আপনি অলরেডি বুড়ো হয়ে গেছেন

জীবন থেকে নেয়া যে ৭টি গ্রাফের সাথে আমরা সবাই পরিচিত