ভুঁড়িওয়ালা মানুষদের জীবনে কিন্তু বেশ কিছু ব্যাপার থাকে, সেটা শুধু যাদের ভুঁড়ি আছে, তারাই বুঝতে পারবে। আজকের লিস্টটা তাদের সেই রিলেটেবল ব্যাপারগুলো নিয়েই।
১. দাঁড়িয়ে থাকা অবস্থায় যেমন-তেমন থাকলেও, বসার সাথে সাথেই ভুঁড়িটা যেন আর তিনগুণ বেড়ে যায়!
via GIPHY
২. ছবি তোলার সময় শ্বাস আটকে, ভুঁড়িটাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হয়
via GIPHY
৩. ভুঁড়ি বেড়ে যাওয়ার টেনশনে কম খাওয়ার প্ল্যান করলেও, সেটা আর বাস্তবায়ন করা হয় না
via GIPHY
৪. চিকন ভুঁড়ি ছাড়া মানুষদের সুন্দর জামা-কাপড় পরে ফ্যাশন করতে দেখলে মাঝে মাঝে মনে হিংসা জাগে!
via GIPHY
৫. কাছের মানুষেরা সুযোগ পেলেই ভুঁড়িতে হাত বুলিয়ে দেয়
via GIPHY
৬. তবে ভুঁড়ির সাইজ বাড়ুক বা কমুক, খাবার নিয়ে কম্প্রোমাইজ করা একদমই সম্ভব হয় না
via GIPHY
৭. আর মনে মনে নিজের ভুঁড়িটার প্রতি একটু মায়াও জন্মে যায়!