in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যারা কথায় কথায় “প্যারা নাই, Chill” বলে, তাদেরকেও দিনশেষে যে ৭টি প্যারার কাছে হার মানতে হয়

“প্যারা নাই, Chill” কথাটা বললে যে প্যারা উধাও হয়ে যায় তা কিন্তু না। তবে একটু সাহস পাওয়া যায় প্যারা নেওয়ার। অনেকটাই “All is Well” এর মত। তবে যারা কথায় কথায় “প্যারা নাই, Chill” বলে বেড়ায়, তাদেরকেও প্যারাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে কোনো কোনো প্যারা থেকে তো নিস্তারই নেই। চলুন জেনে নেই সেগুলো কি কি

১. পুরা সেমিস্টারের সিলেবাস পরীক্ষার আগের রাতে কভার করা সংক্রান্ত প্যারা

via GIPHY

 

২. পার্টনার কঠিন রাগ করলে সেই রাগ ভাঙানো সংক্রান্ত প্যারা

via GIPHY

 

৩. দামী কিছু কিনে ঠকলে আম্মুর কাছে বকা খাওয়া সংক্রান্ত প্যারা

via GIPHY

 

৪. ফ্যামিলিতে বা বন্ধুদের মধ্যে কারো জন্য ভালো পাত্র-পাত্রী খোঁজা সংক্রান্ত প্যারা

via GIPHY

 

৫. জামা কাপড়ে কোন দাগ লাগলে বা চা-কফি পড়লে সেই দাগ উঠানো সংক্রান্ত প্যারা

via GIPHY

 

৬. বিজয় সরণীতে লম্বা জ্যামে ঘন্টাখানেক বসে থাকা সংক্রান্ত প্যারা

via GIPHY

 

৭. মিরপুর, এয়ারপোর্টসহ যেসব এলাকায় মেট্রোরেলের কাজ চলে সেসব এলাকায় ধূলাবালির মধ্যে চলাচল সংক্রান্ত প্যারা

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

রাতজাগা পাখি হওয়ায় যে সুবিধাগুলো একদম ফ্রিতে পাওয়া যায়

Quiz: কুইজ খেলে জেনে নিন বাংলাদেশের কোন জেলাটি আপনি