in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

অনলাইনে শপিং করতে গিয়ে যেসব প্যারা খাওয়া একদম মাস্ট

অনলাইনে শপিং করা অনেক সহজ, ওয়েবসাইট কিংবা অ্যাপে ঢুকলেই চোখের সামনে পছন্দের আইটেম হাজির। কিন্তু আদৌ আপনি সেই আইটেমটি কিনতে পারবেন নাকি কিংবা কেনার পর ব্যবহার করতে পারবেন কিনা সেটা পুরোই আলাদা একটা ব্যাপার। চলুন জেনে নেই, অনলাইন শপিংয়ের কিছু প্যারা সম্বন্ধে।

১. নতুন-পুরোনো অসংখ্য ই-কমার্স সাইটের ভীড়ে আমরা সহজেই হারিয়ে যাই

via GIPHY

 

২. অফার পেলে কোনটা রেখে কোনটা অর্ডার করবো, সেটা বুঝতে পারি না

via GIPHY

 

৩. বিভিন্ন মেজারমেন্টের জন্য জামা আর জুতার সঠিক সাইজ পেতে প্যারা খাই

via GIPHY

 

৪. অফার শেষ হয়ে যাওয়ার পরেই কিভাবে যেন দরকারি জিনিসটা চোখের সামনে আসে

via GIPHY

 

৫. অনলাইনে কেনাকাটার ব্যাপারে আব্বু-আম্মুর বিশ্বাস অর্জন করা যেন একটা যুদ্ধের মতো

via GIPHY

 

৬. সবচেয়ে কাঙ্খিত প্রোডাক্টটাই দেখা যায় সবার আগে স্টক আউট হয়ে গেছে

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যে ১০টি লক্ষণ প্রমাণ করে আপনি আসলে ‘জেনারেল আলাদিন’

Quiz: কুইজ খেলে জেনে নিন মিনার রহমানের কোন গানটি আপনার জন্য একদম পারফেক্ট