in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

বাংলাদেশ ক্রিকেট টিম খেলায় হারলে যে ৭ ধরনের পাবলিক রিয়েকশন দেখা যায়

জাতি হিসেবে আমরা একটু বেশিই আবেগপ্রবণ, আর যদি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা থাকে তাহলে তো কোন কথাই নেই! খেলায় হারলে নানা ধরনের পাবলিক রিয়েকশন দেখতে পাওয়া যায়, তার মধ্যে থেকেই কিছু নিয়ে আজকের এই লিস্ট।

১. ক্রিকেটারদের গালি দিয়ে ভাসিয়ে দেয়া হয়

via GIPHY

 

২. ‘হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ’ স্ট্যাটাস দিয়ে ফেসবুক গরম করে ফেলা হয়

via GIPHY

 

৩. কোন প্লেয়ার কি কি ধরনের ভুল করেছে এবং তার বদলে কি করা যেত, সেটা নিয়ে তুমুল পর্যালোচনা করা হয়

via GIPHY

 

৪. ক্রিকেটারদের নিয়ে নানারকম মিম বানানো হয়

via GIPHY

 

৫ ‘বাংলাদেশ ক্রিকেট টিমে চাইলে আমরা নিজেরাই এর চেয়ে ভালো খেলে দেখাতে পারতাম’ – এমন বক্তব্য দেয়া হয়

via GIPHY

 

৬. বাংলাদেশের খেলা এই জীবনে আর দেখবো না- এমন সিদ্ধান্ত নেয়া হয়

via GIPHY

 

৭. বাইরের দেশের ক্রিকেটারদের সাথে বিভিন্নভাবে তুলনা করে হা-হুতাশ করা হয়

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

অভিনেতা ফারুক আহমেদের টেমপ্লেটে ৬টি মিম

যে ৭টি সিচুয়েশনে আমাদের স্মার্টফোন নিয়ে আব্বু-আম্মু কমপ্লেইন করে না