in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

অ-সময় টিভির সাংবাদিক হওয়ার জন্য আপনার যে ৭টি “গুণ” থাকা চাই

আপনারা হয়তো মনে করেন যে অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার হওয়া খুবই সহজ একটা ব্যাপার। কিন্তু আপনার ধারণা একদমই ভুল। এমনকি অ-সময় টিভির অনলাইন পোর্টালের রিপোর্টার হতেও যে গুন্ থাকতে হয় সেই গুন্ সবার মধ্যে থাকে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গুন্গুলো কি কি!

১. কল্পনা শক্তি – যা এখনো হয়নি বা হওয়ার সম্ভাবনাও নেই এমন কিছু হলে কেমন হতো, সেই কল্পনা করার ক্ষমতা আপনার থাকতে হবে।

via GIPHY

 

২. নাক গলানো – অন্য কারো পার্সোনাল ব্যাপারে নাক গলানোর স্বভাব থাকতে হবে। তা না হলে আপনি নিউজ করার ম্যাটারিয়াল পাবেন না

via GIPHY

 

৩. বেহায়াপনা – আপনাকে চরম লেভেলের বেহায়া হতে হবে। কোনটা নিউজ আর কোনটা নিউজ না এই চিন্তাশক্তি বাদ দিয়ে সামনে যা পান তা নিয়েই মাতামাতি করতে হবে

via GIPHY

 

৪. আলসেমি – আপনাকে অতিমাত্রায় অলস হতে হবে। এতটাই অলস যে কোনো কিছুর সত্যতা যাচাইয়ের জন্য মিনিমাম এফোর্টটাও আপনি দিবেন না।

via GIPHY

 

৫. উদাসীন – উদাসীন না হলে আপনি টিকতে পারবেন না। মানুষ আপনাকে গালি দিচ্ছে বা আপনার সংবাদ নিয়ে কি কথা বলছে সেই ব্যাপারে শতভাগ উদাসীন থাকতে হবে

via GIPHY

 

৬. মানসিক ভাবে অসুস্থ – আপনাকে মাঝে মধ্যে এমন এমন নিউজ করতে হবে যেন লোকজন আপনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করতে থাকে।

via GIPHY

 

৭. লাইফলেস – চরম লেভেলের লাইফলেস না হলে এই কাজ আপনার জন্য নয়। লাইফলেস বলেই আপনি অন্যের ব্যক্তিগত জীবনে দিনরাত ২৪ ঘন্টা উঁকিঝুঁকি মেরে নিউজ বের করে আনতে পারবেন।

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

শাড়ি পরতে ভালোবাসে যারা, সেসব মেয়েরাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

স্বভাবে যে ৯টি লক্ষণ থাকলে বুঝবেন আপনিও একজন হানিফ সংকেত