আপনারা হয়তো মনে করেন যে অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার হওয়া খুবই সহজ একটা ব্যাপার। কিন্তু আপনার ধারণা একদমই ভুল। এমনকি অ-সময় টিভির অনলাইন পোর্টালের রিপোর্টার হতেও যে গুন্ থাকতে হয় সেই গুন্ সবার মধ্যে থাকে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গুন্গুলো কি কি!
১. কল্পনা শক্তি – যা এখনো হয়নি বা হওয়ার সম্ভাবনাও নেই এমন কিছু হলে কেমন হতো, সেই কল্পনা করার ক্ষমতা আপনার থাকতে হবে।
via GIPHY
২. নাক গলানো – অন্য কারো পার্সোনাল ব্যাপারে নাক গলানোর স্বভাব থাকতে হবে। তা না হলে আপনি নিউজ করার ম্যাটারিয়াল পাবেন না
via GIPHY
৩. বেহায়াপনা – আপনাকে চরম লেভেলের বেহায়া হতে হবে। কোনটা নিউজ আর কোনটা নিউজ না এই চিন্তাশক্তি বাদ দিয়ে সামনে যা পান তা নিয়েই মাতামাতি করতে হবে
via GIPHY
৪. আলসেমি – আপনাকে অতিমাত্রায় অলস হতে হবে। এতটাই অলস যে কোনো কিছুর সত্যতা যাচাইয়ের জন্য মিনিমাম এফোর্টটাও আপনি দিবেন না।
via GIPHY
৫. উদাসীন – উদাসীন না হলে আপনি টিকতে পারবেন না। মানুষ আপনাকে গালি দিচ্ছে বা আপনার সংবাদ নিয়ে কি কথা বলছে সেই ব্যাপারে শতভাগ উদাসীন থাকতে হবে
via GIPHY
৬. মানসিক ভাবে অসুস্থ – আপনাকে মাঝে মধ্যে এমন এমন নিউজ করতে হবে যেন লোকজন আপনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করতে থাকে।
via GIPHY
৭. লাইফলেস – চরম লেভেলের লাইফলেস না হলে এই কাজ আপনার জন্য নয়। লাইফলেস বলেই আপনি অন্যের ব্যক্তিগত জীবনে দিনরাত ২৪ ঘন্টা উঁকিঝুঁকি মেরে নিউজ বের করে আনতে পারবেন।