in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

শীত চলে যাওয়ার পর থেকেই যে ৬টি প্রশ্ন আমার মাথায় ঘুরছে

শীত চলে গিয়ে বসন্তকাল এসে গেছে। কিন্তু আমাদের মাথা থেকে কিছু প্রশ্ন এখনো যায়নি। এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা কখনো পাব? চলুন জেনে নেই সেই প্রশ্নগুলো কি কি-

১. এবার শীতে প্যানডেমিকের মধ্যে কত মানুষের বিয়ে হলো, আমার বিয়ে কি পরের শীতে হবে?

via GIPHY

 

২. শীতের শেষে ডিস্কাউন্ট পেয়ে যে গরম কাপড়গুলো কেনা হয়েছে, সামনের বছর শীতেও কি সেগুলো পরে শেষ করতে পারবো?

via GIPHY

 

৩. আলসেমি করে যেসব শীতের পিঠা খাইনি, সেগুলো এখন খেলে কি পিঠাগুলো বসন্তের পিঠা হয়ে যাবে?

via GIPHY

 

৪. শীতের রাতে কম্বলের নিচে বসে যেসব সিরিজ দেখা শুরু করেছিলাম, সেগুলো এখন ফ্যান ছেড়ে, মশারি টানিয়ে বসে বসে দেখতে কি ভালো লাগবে?

via GIPHY

 

৫. শীতের জন্য যে কয়দিন গোসল করিনি, এখন হিসাব করে ঐ কয়েকদিন দুইবার করে গোসল করলেই তো হিসাব বরাবর হবে?

via GIPHY

 

৬. শীতের দিনে ঠান্ডা লাগার ভয়ে আইসক্রিম খাইনি। এখন আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগলে সেই দায়ভারের পুরোটাই কি আমাকে নিতে হবে?

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

ঠান্ডা আর গরমের মধ্যবর্তী এই সময়টা যে ৮টি কারণে বেশ প্যারাদায়ক

Quiz: ৬টি প্রশ্নের উত্তর দিন আর আমরা বলে দিব আপনি নগদ নাকি বিকাশ