মিষ্টি খেতে কার না ভালো লাগে? রসে ভরা রসগোল্লা কিংবা কালোজাম, একটু টকমিষ্টি দই কিংবা জিভে জল আনা রসমালাই, গোল গোল লাড্ডু কিংবা ছানা সন্দেশ মিষ্টি মানেই আনন্দ। আসলে বাংলাদেশিদের জীবনে যেকোনো উৎসব, আয়োজন মিষ্টি ছাড়া অপূর্ণ। আপনিও যদি তেমনি একজন মিষ্টিপ্রেমী হয়ে থাকেন তাহলে সহজ ৫টি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন বাংলার কোন জনপ্রিয় মিষ্টিটি আপনি?