in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

৭টি পয়েন্টে দেখে নিন আমাদের কোরবানি ঈদনামা

বছরে দুটো ঈদই আসে আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে, তবে কোরবানি ঈদের আমেজ আর মজাটা কিছুটা ভিন্ন। আজকের আয়োজন সেই কোরবানি ঈদকে নিয়েই, জিফে জিফে আজ মিলিয়ে নিন আমাদের কোরবানি ঈদনামা

১. ঈদের আমেজের শুরুটা হয় হাটে ঘোরাঘুরির মধ্যে দিয়ে, গরু কেনার বহু আগে থেকেই দলবল মিলে গরু দেখাটা একপ্রকার ঐতিহ্যের মতোই আমাদের জন্য

via GIPHY

 

২. এরপর গরু কেনা হয়ে গেলে তাকে বাড়িতে নিয়ে আসাটাও আরেক প্রকার যুদ্ধ, এক তো গরু সামলানো, আরেকদিকে মানুষকে দাম বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যায়

via GIPHY

 

৩. নিজের পাশাপাশি বন্ধুদের গরু কেনাতেও যেতে হয় অনেক সময়

via GIPHY

 

৪. ঈদের দিন সকালে নামাজের পর শুরু হয় গরু কাটাকুটির ব্যস্ততা

via GIPHY

 

৫. এরপর আত্মীয়স্বজনদের বাসায় মাংস বিলানো শেষ করে, নিজের বাড়িতে শুরু হয় গরুর মাংসের কয়েকদিনব্যাপী উৎসব

via GIPHY

 

৬. ঈদের দিন এবং তার পরের কয়েকদিন গরুর মাংস খেয়ে আনন্দেই দিন কেটে যায়

via GIPHY

 

৭. তবে ৫/৬ দিন চলে যাওয়ার পর শুরু হয় স্ট্রাগল কারণ, আর কত খাওয়া যায় মাংস, তখন শাকসবজি আর মাছের দিকে মন যেতে শুরু করে আস্তে আস্তে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যেসব কারণে “দিন- The Day” মুভিটি আপনার অন্তত ৩ বার দেখা উচিত

Quiz: কুইজ খেলে জানুন পদ্মা সেতুতে কোন কাজটি করলে আপনি রাতারাতি সেলিব্রেটি হবেন