in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যে ৮টি কারণে অন্যের কথা না শুনে, নিজের মনের কথাই শোনা উচিত

জীবনের অনেক পরিস্থিতিতেই চারপাশের মানুষেরা আমাদের নানারকম বুদ্ধি পরামর্শ দিতে আসে। তবে কেন অন্যদের কথায় চলার চেয়ে নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নেয়াই ভালো, তা নিয়ে আজকের এই তালিকা।

১. আজকালের দুনিয়ায় সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, তাই অন্যদের পরামর্শের আশায় না থেকে নিজের বুদ্ধিতেই চলা ভালো

via GIPHY

 

২. নানান রকম মানুষের হরেক রকম কথায় কান দেয়া মানে শুধু শুধু আরও কনফিউশান বাড়ানো

via GIPHY

 

৩. নিজের মনের ইচ্ছায় যাই করেন, পরবর্তীতে অন্তত কোন আফসোস থাকবে না

via GIPHY

 

৪. নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গেলে অন্যদের উপর সিদ্ধান্ত নেয়ার জন্য আর নির্ভরশীল থাকতে হবে না

via GIPHY

 

৫. আপনার নিজের জন্য কোনটা বেস্ট, সেটা সবথেকে ভালো আপনার মনই জানে, অন্য কেউ আপনাকে আপনার চেয়ে ভালোভাবে বুঝতে পারবে না

via GIPHY

 

৬. নিজের মন মতো জীবনে চলতে পারলে আপনার আত্নবিশ্বাস আরও বেড়ে যাবে

via GIPHY

 

৭. অন্যদের কথা মতো কোন ভুল সিদ্ধান্ত নিলে সেটা নিয়ে শুধু শুধু সম্পর্কেও তিক্ততা চলে আসতে পারে

via GIPHY

 

৮. সবসময় সবাই যে মন থেকে আপনার ভালো চায়, তাও কিন্তু নয়। আর তাই নিজের মনের কথা শুনে চলাই ভালো।

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

#PayUp Campaign এবং Kendall & Kylie নিয়ে ৮টি গরম গরম মিম

Quiz: কেমন মনে আছে DARK এর আগের দুই সিজন? চলুন পরীক্ষা হয়ে যাক