আমাদের মধ্যে কেউ কেউ ইনস্টাগ্রাম এত বেশি ইউজ করে যে তারা সেখানেই তাদের একটা আলাদা দুনিয়া বানিয়ে ফেলেছে। আপনি কি তাদের মধ্যে একজন? তাহলে রিয়েলিটি চেক দেওয়ার জন্য আপনাকে বোঝানো দরকার যে আপনি ইনস্টাগ্রামে নয়, মিনা কার্টুনের গ্রামে বিলং করেন। জেনে নিন কেন-
১. মিনার দৈত্যের কাছে উইশ করে আর আপনি ইন্সটা বায়োতে উইশ করার কথা লিখে রাখেন
via GIPHY
২. মিনা নিজের গ্রামেই উন্নয়নের ট্রেন্ড তৈরী করে আর আপনি কেবল ইন্টারন্যাশনাল ট্রেন্ড ফলো করেন
via GIPHY
৩. মিনা রেস্পন্সিবল হয়ে পড়াশোনা করে আর আপনি স্ক্রল করে ঘন্টার পর ঘন্টা অপচয় করেন
via GIPHY
৪. মিনার তার দাদির কাছ থেকে স্টোরি শুনে, আর আপনি ইন্সটাতে স্টোরি করেন ও অন্যের স্টোরি দেখেন
via GIPHY
৫. মিনা তার গ্রামে স্বাস্থ্যকর পায়খানা বানায় আর আপনি শিটপোস্টিং করেন
via GIPHY
৬.মিনা নায়িকা-গায়িকা হওয়ার অফার পায় আর আপনি অন্যের দেখাদেখি সেটা ট্রাই করেন
via GIPHY
৭. মিনা আগ্রহ নিয়ে গ্রামের মানুষের সমস্যা জিজ্ঞেস করে আর আপনি ইন্সটাগ্রামের লোকজনকে স্টোরিতে “আস্ক মি এনিথিং” শেয়ার করেন