in , ,

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

যে ১০টি কারণে আমাদের দেশি কুকুর পোষা উচিত

দুনিয়ায় কুকুরের মত প্রভুভক্ত প্রাণী মনে হয় আর একটিও নেই। তার প্রমান হলো, এদেরকে একটু ভালোবাসলেই এরা আমাদের জন্য জীবন দিতেও প্রস্তুত। তাই আদিমকাল থেকে মানুষ আর কুকুরের মাঝে রয়েছে এক অদ্ভুত সম্পর্ক। আজকের বিষয়বস্তু কুকুর নিয়ে হলেও একটু ভিন্ন দিক থেকে। আমরা সবাই কম বেশী কুকুর পছন্দ করি, তাই অনেককেই দেখা যায় নিজের বাসায় আদর যত্ন করে কুকুর পোষেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন? আমাদের দেশে বিদেশি কুকুর পোষার একটা প্রতিযোগিতা আছে, যা অনেকের কাছে শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছুনা। কারণ আমাদের দেশের কুকুরগুলোর দায়িত্বও কিন্তু আমাদেরই। অথচ রাস্তার পাশে নিদারুন কস্টে খিদের যন্ত্রণায় রাখা প্রানিগুলোকে আমরা দেখেও না দেখার ভান করে চলি, অথচ শহরের ঝা চকচকে পেট শপ থেকে আরাম আয়েশে বড় হওয়া আরেকটি কুকুরকে কিনে নিয়ে আসি আরেকটু আরাম আয়েশ করানোর জন্য। কিন্তু একবার ভেবে দেখুন, কি হয় যদি বাড়ির পাশেই প্রতিনয়ত ঘুরতে থাকা কুকুরটার প্রতিও একটু সদয় হই? শুধুমাত্র দেশী বলে তাকে ছুড়ে না ফেলে দিয়ে আপন করে নেই? তাই যেসব কারণে আমাদের সকলের দেশি কুকুর পোষা উচিত তা থাকছে আমাদের আজকের এলবামে। চলুন, সবাই দেশি কুকুর পোষার অভ্যাস গড়ে তুলি আজ থেকেই-

#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

 

#৭

 

#৮

 

#৯

 

#১০

একটু যত্ন নিয়েই দেখুন না এদের মাঝে কত সৌন্দর্য লুকিয়ে আছে! দেশপ্রেম শুধুমাত্র দেশি মুরগী আর ক্রিকেটেই সীমাবদ্ধ না রেখে, দেশি কুকুর পুষে প্রকাশ করুন। তাতে বরং ওদের উপকার হবে, জীবন বাঁচবে। ভালো থাকুন, এদেরকে অবহেলা না করে ভালোবাসুন।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ লোকজনের জন্যে ৮টি ফ্রি কিন্তু ক্রিয়েটিভ শীত বাহানা

কাপড়ের অনাকাঙ্খিত দাগ মুছে ফেলার খুব সহজ ১০টি উপায়!