in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ১০টি কারনে ভ্যালেন্টাইনস ডের আগেই আপনার ব্রেকআপ করে ফেলা উচিত

ভ্যালেন্টাইনস ডে তে মানুষ ভালোবাসার নতুন নতুন রেজুলেশন সেট করে নিজেদের সম্পর্কের জন্য, কিন্তু আমরা আপনাকে দেখাবো কেনো ভ্যালেন্টাইনস ডে তে আপনার সম্পর্কের The End করে ফেলা উচিত।

১. টাকা পয়সা বাঁচাতে
সেদিন বের হওয়া মানেই পকেট ফাঁকা হবে নিশ্চিত। তাই আগেভাগেই নিজের পকেটের স্বাস্থ্য বাঁচাতে চাইলে ব্রেকআপ করে ফেলুন

via GIPHY

 

২. ভিড় বাট্টা এড়িয়ে দিনটা ঘুমিয়ে কাটাতে
ভ্যালেন্টাইন ডে তে রাস্তাঘাট, রেস্টুরেন্ট ভিড় থাকবে না, তা কি করে হয়? আর আপনি যদি একটু আরামপ্রিয় হোন, তাহলে আগে থেকেই ব্রেকআপ করে সারাদিন সে দুঃখে ঘুমিয়ে আরাম করুন

via GIPHY

 

৩. নতুন করে মিঙ্গেল হওয়ার সুযোগ বাড়াতে
একবার আপনি সিঙ্গেল হয়ে গিয়েছেন মানে আপনার সামনে এখন নতুন করে মিঙ্গেল হওয়ার দরজা খোলা, আর কি চাই?

via GIPHY

 

৪. সিঙ্গেল বন্ধুদের সাথে মন খুলে পার্টি করতে
প্রেমিক/প্রেমিকার জ্বালায় সিঙ্গেল বন্ধুদের সাথে মন খুলে পার্টি অনেকদিন জমে না। তাই ভ্যালেন্টাইন ডে তে তাদের সাথে নিজের সিঙ্গেলহুড ইঞ্জয় করার জন্য ব্রেকআপই উত্তমপন্থা

via GIPHY

 

৫. প্রেমিক/প্রেমিকার বাবা মায়ের সাথে দেখা সাক্ষাত এড়াতে
আপনারা প্রেমিক/প্রেমিকা যদি একটু বেশি পারিবারিক হয়, তাহলে ভ্যালেন্টাইন ডে তে তার বাবা-মায়ের সাথে আপনাকে দেখা করার ফাঁদে ফেলতে পারে। তাই ভাবুন কি করবেন, ফাঁদে পা দিবেন নাকি?

via GIPHY

 

৬. আপনি কতটা শক্ত মনের তা সবার কাছে প্রমান করতে
ছ্যাঁকা খেলেই সবাই ব্যাকা হয়না, দেখিয়ে দিন সবাইকে, ভ্যালেন্টাইন ডের আগ মুহূর্তেই নিজের প্রেম ভেঙ্গে। আপনাদের যে এমনিতে ব্রেকআপ হয়ে যেতো সেটা আবার বলতে যাবেন না কিন্তু কাউকে

via GIPHY

 

৭. মনের ঝাল মিটিয়ে প্রতিশোধ নিতে
সঙ্গীর উপরে অনেকদিন ধরে রাগ জমে গেছে, তাকে এমন একটা শক দিতে চান সে বুঝে উঠার আগেই আপনাদের সম্পর্ক জানলা দিয়ে বের হয়ে ফাঙ্খা দিয়ে নেমে পালিয়ে যাবে, তবে এখনই তো সময়।

via GIPHY

 

৮. ফেসবুকের মাধ্যমে নিজের দার্শনিক ভাব প্রকাশ করতে
জীবনে প্রেমটাই সব না। প্রেমের বাইরেও জীবন আছে। আর নিজের ভেতরকার দার্শনিক সত্ত্বাকে সকলের সামনে তুলে ধরতে চান তাহলে ব্রেকআপের বিকল্প কিছু নেই।

via GIPHY

 

৯. আপনি বাপ্পারাজের ফ্যান তাই বেদনা ছাড়া আপনার চলেই না
স্বভাবগত দিক থেকে আপনি একজন স্যাডিস্ট টাইপের মানুষ। মানে নিজের পায়ে নিজে কুড়াল মেরেই আপনার জীবন চলছে, তাই বেদনা ছাড়া আপনার চলেই না। নতুন করে বেদনার স্বাদ নিতেও ভ্যালেন্টাইনের আগে ব্রেকআপ করে ফেলতে পারেন।

via GIPHY

 

১০. প্রেম ছাড়াও অন্যান্য জাস্টফ্রেন্ড জাতীয় সম্পর্কের স্বাদ নিতে
আসলে আগের কথাগুলো কিছুই না, এসেছে নতুন জাস্টফ্রেন্ড তাকে ছেড়ে দিতে হবে স্থান। এই যদি হয় জীবনের অবস্থা তাহলে নিজেও ঝুলে থেকে লাভ নেই, কাউকে ঝুলিয়ে রেখেও লাভ নেই। জাস্ট জাতীয় সম্পর্কের স্বাদ নিন সেটাই ভালো।

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ঘোরাঘুরি যদি প্রিয় হয়ে থাকে তবে ট্যুর নিয়ে এই ১০টি তরতাজা মিম আপনার জন্যে

বাংলা ক্যালেন্ডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহরজুড়ে জোরপূর্বক পালিত হচ্ছে পহেলা ফাল্গুন