in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

যে ১০টি মামুলি কারণে ছোটবেলায় প্রচুর কান্নাকাটি করেছি

ছোটবেলায় আমরা অনেক তুচ্ছ কারণেই কান্নাকাটি করেছি। বড় হওয়ার পর যে কান্নাকাটি করা একদমই কমে গেছে তা নয়। কিন্তু বড় যেহেতু হয়ে গেছি, তাই কান্নার উপর কন্ট্রোলও এসেছে। চলুন দেখে নেয়া যাক ছোটবেলায় কান্নাকাটি করার এই স্মৃতিগুলোর সাথে আপনিও মিল পান কি না!

১. আব্বু/আম্মু আমার আগে আমার ভাই বা বোনকে ভাত খাওয়ায় দিলে

via GIPHY

 

২. খেলনার পোস্ট মর্টেম করার পর জোড়া লাগাইতে না পারলে

via GIPHY

 

৩. টিভিতে আমার পছন্দের কার্টুন না দেখতে দিলে

via GIPHY

 

৪. বারবার চেষ্টা করেও অংক মিলাইতে না পারলে

via GIPHY

 

৫. বড় ভাইরা ক্রিকেট খেলায় ফিল্ডিং করানোর পর ব্যাটিং এর সুযোগ না দিলে

via GIPHY

 

৬. নির্দিষ্ট টাইমে পরীক্ষার খাতায় লেখা শেষ করতে না পারলে

via GIPHY

 

৭. লুকোচুরি খেলায় একটানা দুইবারের বেশি চোর হইলে

via GIPHY

 

৮. আমার বন্ধুরা কখনো আমাকে বাদ দিয়ে বা না জানিয়ে খেলা শুরু করে দিলে

via GIPHY

 

৯. কেজি স্কুলে আমার প্রথম ক্রাশ আমার সাথে পাশাপাশি না বসার দুঃখে

via GIPHY

 

১০. মাছ ধরার সময় আমার ছিপে মাছ না উঠার কারণে

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন অভিনব খাবারের কম্বোটি আপনার ট্রাই করা উচিত

ফোনের ব্যাটারি সবসময় লো থাকার জন্য আপনার জীবনটা আসলে যেমন