in ,

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৮টি কারণে সবার জীবনে একটা পুরান ঢাকাইয়া বন্ধু থাকা দরকার

ঢাকাইয়া মানুষদের ভাবসাবটাই কিন্তু একটু অন্যরকম হয়। আর যাদের জীবনে ঢাকাইয়া বন্ধু আছে, তারাই জানে বন্ধু হিসেবেও ওরা কতটা চমৎকার! যে কারণে আমাদের সবারই অন্তত একটা হলেও ঢাকাইয়া বন্ধু থাকা দরকার।

১. কথায় কথায় যেকোন উপলক্ষেই পুরান ঢাকার কাচ্চি ট্রিট চাওয়া যায়!

via GIPHY

 

২. পুরান ঢাকায় গিয়ে যেকোনো স্পেশাল কাচ্চি, শরবত, কাবাবের দোকান অথবা অন্য কোন জায়গা খুঁজে পাওয়া নিয়েও কোন টেনশন থাকে না

via GIPHY

 

৩. পুরান ঢাকার মানুষ মানেই খুব ফুরফুরে মেজাজের মানুষ আর ওদের সাথে চিল করার মজাই আলাদা

via GIPHY

 

৪. সাকরাইনেও বন্ধুর বাসার ছাদেই ধুমিয়ে আনন্দ করা যায়

via GIPHY

৫. পুরান ঢাকার বিয়ে মানেই জমজমাট আয়োজন, আর নিজের বন্ধুর বিয়ে হলে তো কথাই নাই।

via GIPHY

 

৬. পুরান ঢাকার মানুষেরা বেশ বন্ধুপ্রিয় হয়, তাই যেকোনো পরিস্থিতিতেই তাদের পাশেই পাওয়া যায়

via GIPHY

 

৭. পুরান ঢাকার আমেজটাই অন্যরকম, তাই বন্ধুর এলাকায় গেলেই একটা ভিন্নধরনের আনন্দ হয়।

via GIPHY

 

৮. সাধারণত পুরান ঢাকার মানুষদের মধ্যে প্যাঁচগোচ কম থাকে, আর বন্ধু হিসেবে এমন মানুষ কে না চায়!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

অনলাইন প্রেমের যে ১০টি বিড়ম্বনা কমবেশি আমরা সবাই-ই ফেইস করি

৬টি ভাবনা যা আপনার কাজে আসবে যখন দেখছেন চারপাশে সবাই বিয়ে করছে