in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৫টি কারণে জীবনসঙ্গী নির্বাচনে ঘুম প্রিয় মানুষকে প্রাধান্য দেয়া উচিত

পুরোদমে চলছে বিয়ের মৌসুম। ইতিমধ্যে নিশ্চয়ই বিয়ের দাওয়াত খেতে খেতে ব্যাচেলররা চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন পরের শীতটা কিভাবে দোকলা দাওয়াত খাওয়ার বন্দোবস্ত করা যায়? ;-)তবে বিয়ে কোন ছেলেখেলা নয়। জীবনসঙ্গীর অনেক ছোট ছোট বিষয় বিয়ের পর অনেক বড় প্রভাব ফেলতে পারে।আর দেখছেন তো চারপাশে কিভাবে বিয়ে করার হারের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে ডিভোর্সের হার। তাই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সকল বিষয় মাথায় রাখা জরুরী। এক্ষেত্রে বিয়ের পর দাম্পত্য কলহসহ বিভিন্ন ছোটখাট ঝামেলা এড়াতে আমাদের পরামর্শ হল ঘুম প্রিয় মানুষকে প্রাধান্য দেয়া। এখন আপনার মনে হতে পারে বিষয়টা নিছক হাইস্যকর কিন্তু একটু ভাবলেই আসল কারণটা ধরতে পারবেন।

১। ঘুম প্রিয় মানুষের পরকিয়া করে আপনাকে ধোঁকা দেয়ার সম্ভাবনা কম। কারণ ধোঁকা দেয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় যে বুদ্ধি বের করার প্রয়োজন হয় তার জন্য অযথা সময় নষ্ট করার সময় তার নাই। তাই অপরাধী গান এই যাত্রায় আপনাকে হয়তো গাইতে হবেনা।

via GIPHY

 

২। ঘুম প্রিয় মানুষ সব সময় ঘুমানোর পায়তারা করতে থাকে। তাই আপনার পিছে স্পাইগিরি করার সময় তার নাই। ফেইসবুক পাসওয়ার্ড দাও না কেন, এর-তার ছবিতে লাভ রিঅ্যাক্ট করো কেন- এসব নিয়ে আপনাকে জ্বালানোর সম্ভাবনা বেশ কম।

via GIPHY

 

৩। ঘুমানো সুখি মানুষের লক্ষণ। আপনার উনি সময় পেলে আরামে ঘুমাচ্ছে দেখে আপনার তাই খুশি হওয়া উচিত। সুযোগ পেলেই আপনি তাকে গর্ব করে বলতে পারবেন, ‘এতো আরামের ঘুম তোমাকে কে দিয়েছে হুম?’। 

via GIPHY

 

৪। আপনি হয়তো সারাদিন ঝগড়া করে বাড়ি মাথায় তোলার মানুষ। আপনার জীবনসঙ্গীও যদি তাই হয় তাহলে কিন্তু মহা মুশকিল। এক্ষেত্রে ঘুম প্রিয় জীবনসঙ্গী সর্বোত্তম বলা যায়। বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটাবে দেখে আপনাদের মধ্যে ঝগড়া হওয়ার পরিমাণ কমে যাবে।

via GIPHY

 

৫। ঘুম প্রিয় মানুষের সাথে সংসার করার সবচেয়ে বড় সুবিধা হল আপনি নিজের পিছনে অনেক সময় ব্যয় করতে পারবেন। এতে করে আপনি নিজে যেমন খুশি থাকবেন, তাকেও তেমন খুশি রাখতে পারবেন। মনে রাখবেন, দুষ্ট সঙ্গী অপেক্ষা ঘুমন্ত সঙ্গী উত্তম

via GIPHY

What do you think?

Written by Nuzhat Nabilah

আগের জন্মে বেড়াল ছিলাম, এই জন্মে গোল্ড ফিশ

Leave a Reply

সুস্থ থাকতে যে ৯টি কারণে নিয়মিত পাকা পেঁপে খাবেন

শহরের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে ঘুরে আসুন কিশোরগঞ্জের নিকলী হাওরে