in

সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে

এই ঈদেও চাঁদ রাত নিয়ে এক্সাইটেড না হওয়ার ৬টি কারণ

চাঁদ রাত নিয়ে একটা সময় আমাদের এক্সাইটমেন্ট থাকতো তুঙ্গে। এখন আর তেমন এক্সাইটমেন্ট দেখা যায় না সবার মাঝে, তার উপর প্যান্ডেমিক, লকডাউন তো আছেই। তাই এবছরও চাঁদ রাত নিয়ে এক্সাইটেড না হওয়ার কিছু কারণ থেকেই যায়।

১. এই প্যান্ডেমিকে চাঁদরাতে বাইরে গিয়ে পার্টি করা মানেই পরিবারের সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা। সুতরাং, এবছরও নো পার্টি, ওনলি সেফটি

via GIPHY

 

২. গান বাজনা করে এবছরও বন্ধুদের সাথে চাঁদরাত উদযাপন হবে না

via GIPHY

 

৩. যেসব কাজিনদের সাথে প্রতি ঈদেই চাঁদরাতে দেখা করে, আড্ডা দিয়ে এসেছেন, এবার হয়তো নিরাপত্তার কারণে অনলাইনেই সেসব করতে হবে।

via GIPHY

 

৪. স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে চাঁদ রাতে শেষ মুহূর্তে শপিংয়ের মজাটাও অনেকে মিস করবেন।

via GIPHY

 

৫. এই চাঁদ রাতেও হয়তো এলাকার ভাই-ব্রাদারদের সাথে সরাসরি দেখা করে নয়, সবাই শুধুমাত্র ইনবক্সে শুভেচ্ছা জানাবে

via GIPHY

 

৬. এবারও হয়তো অন্যদের মতো পারফেক্ট ভাবে হাতে মেহেদি দিতে গিয়ে ব্যর্থ হবেন। কারণ পার্লারে যাওয়া হবে না

via GIPHY

বুঝতেই পারছেন, এক্সাইটেড হওয়ার তেমন কোনো কারণই নেই। তবে আনন্দের সাথে চাঁদরাতে ফুর্তি করার সুযোগ লাইফে আরো অনেক আসবে। তখন হারানো এক্সাইটমেন্টও ফিরে আসবে! তাই এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে একটু নিরাপদ থাকার ট্রাই করুন।

সবাইকে ঈদের শুভেচ্ছা! সুস্থ্য থাকুন, ভালো থাকুন!

ঈদ মুবারাক!

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যারা একটু আরামপ্রিয় গত ঈদের মতো তাদের এই ঈদও অনেক আরামে কাটবে যে ৭টি কারণে

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার চাঁদ রাত কিভাবে কাটবে